TRENDING:

How To Get Rid Of Mosquitoes: মশাদের যম এই ৫ সস্তার জিনিস! আজই ব্যবহার শুরু করুন, কয়েক মাইল দূরে থাকবে পোকামাকড়

Last Updated:
How To Get Rid Of Mosquitoes: বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
advertisement
1/5
মশাদের যম এই ৫ জিনিস! আজই ব্যবহার শুরু করুন, কয়েক মাইল দূরে থাকবে পোকামাকড়
বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
advertisement
2/5
বর্ষাকালে অবশ্যই জানালার কাছে তবে একটি তুলসী গাছ রেখে দিন। তুলসীর গন্ধ মশার চরম অপছন্দের। ফলে তুলসীর সাহায্য সহজেই মশা তাড়াতে পারবেন।
advertisement
3/5
এই পতঙ্গবিদ বলছেন, কর্পূর মশা তাড়াতে দারুণভাবে উপকারী। বর্ষাকালে একটি বাটিতে ৫০ গ্রাম মতো কর্পূর রেখে, তাতে জল দিয়ে দিন। তারপর রেখে দিন ঘরের কোণে। দেখবেন মশা উধাও।
advertisement
4/5
তিনি বলছেন, বর্ষাকালে অবশ্যই রুম স্প্রে ব্যবহার করুন। কারণ সুগন্ধ একেবারেই অপছন্দ মশাদের। তাই ঘরে সুগন্ধ থাকলে মশার উৎপাত থাকবে না। কমবে ডেঙ্গির আতঙ্ক।
advertisement
5/5
পতঙ্গবিদ রিম্পা দেবী বলছেন, নিম তেল আর রসুন মশাদের যম। তাই জলে কয়েক কোয়া থেঁতো করার রসুন সেদ্ধ করে সেই জল ঘরে স্প্রে করুন। মশা থাকবে না। নিম তেল ঘরে স্প্রে করলেও মশারা ঘরে ঢুকতে সাহস করবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How To Get Rid Of Mosquitoes: মশাদের যম এই ৫ সস্তার জিনিস! আজই ব্যবহার শুরু করুন, কয়েক মাইল দূরে থাকবে পোকামাকড়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল