Trending Hacks: গলায় মাছের কাঁটা বিঁধে আছে? ভয় পাবেন না, ৫ উপায় ঘরেই পাবেন মুক্তি
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
প্রথমেই চেষ্টা করুন কাশতে৷ যদি খাদ্যনালীর একেবারে উপরের দিকে কাঁটা থাকে তা হলে, তাতেই বাইরে বেরিয়ে আসে৷
advertisement
1/8

কথাতেই আছে মাছে ভাতে বাঙালি৷ কিন্তু এই মাছ খাওয়ার হাজারো জ্বালা৷ সবচেয়ে বড় সমস্যা, কাঁটা৷ একটু অসাবধান হলেন কী কাঁটাটি একেবারে গলায় বিঁধে গেল৷
advertisement
2/8
আর তাতেই অস্বস্তির শেষ নেই৷ সারা দিন কাঁটা খচখচ করেই যাবে৷ কিন্তু কুছ পরোয়া নেহি৷ এরও উপায় রয়েছে৷ তাতে কাঁটার খচখচানিও কমবে, মাছও খেতে পারবেন নির্ভয়ে৷
advertisement
3/8
প্রথমেই চেষ্টা করুন কাশতে৷ যদি খাদ্যনালীর একেবারে উপরের দিকে কাঁটা থাকে তা হলে, তাতেই বাইরে বেরিয়ে আসে
advertisement
4/8
কাঁটা গাঁথলে শুকনো ভাত মণ্ড করে খাওয়া চেষ্টা করুন৷ এতে কাঁটা নেমে যেতে পারে৷
advertisement
5/8
পাকা কলাও এক্ষেত্রে কাজে লাগতে পারে৷ না চিবিয়ে কিছুটা কলা খেয়ে নিন৷ এতে চট করে কাঁটাটিও কলার সঙ্গে নেমে যায়৷
advertisement
6/8
রুটি থাকলে, সেটিরও মণ্ড বানিয়ে নিন৷ তারপর গিলে খেয়ে নিন৷ এটিও যথেষ্ট কার্যকর
advertisement
7/8
যদি সরু কাঁটা বিঁধে যায়, সে ক্ষেত্রে ভিনিগার গলায় ঢেলে দিতে পারেন৷ ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড কাঁটা গলিয়ে দিতে পারে৷
advertisement
8/8
তবে হাজারো চেষ্টাতেও যদি কাঁটা গলা থেকে না বেরোয় সে ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের কাছে চলে যাবে, সে চিমটে দিয়ে সহজেই কাঁটা বের করে দিতে সক্ষম হবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Trending Hacks: গলায় মাছের কাঁটা বিঁধে আছে? ভয় পাবেন না, ৫ উপায় ঘরেই পাবেন মুক্তি