TRENDING:

Silk Saree: বাড়িতেই কাচুন সিল্কের শাড়ি, এই ৫ টোটকায় শাড়ি থাকবে নতুন, মনে হবে ড্রাই ক্লিন করা!

Last Updated:
How to Clean Silk Sarees: শাড়ি পরলেই শাড়ি নোংরা হয়। সেই শাড়ি ড্রাই ক্লিন করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমন পরিস্থিতিতে কিছু সহজ পদ্ধতি মানলেই সহজে পরিষ্কার করতে পারবেন সিল্কের শাড়ি।
advertisement
1/6
বাড়িতেই কাচুন সিল্কের শাড়ি, ৫ টোটকায় শাড়ি থাকবে নতুন, মনে হবে ড্রাই ক্লিন করা!
*যুগ ও ফ্যাশন যাই বদলে যাক, সিল্কের শাড়ির ফ্যাশনে কোনও বদল নেই। কোনও বিশেষ অনুষ্ঠানে যাওয়ার কথা হলেই, সবার আগে সিল্কের শাড়ির দিকে নজর যায়। আর শাড়ি পরলেই শাড়ি নোংরা হয়। সেই শাড়ি ড্রাই ক্লিন করতে প্রচুর অর্থ ব্যয় হয়। এমন পরিস্থিতিতে কিছু সহজ পদ্ধতি মানলেই সহজে পরিষ্কার করতে পারবেন সিল্কের শাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*প্রথমে লেবেল পড়ুন: একটি সিল্কের শাড়ি একবার নয় ৪-৫ বার পরুন। তারপর ধোয়াই ভাল। কিন্তু যখনই আপনি শাড়ি ধোয়ার পরিকল্পনা করেন, প্রথমেই সেই শাড়ির লেবেলটি পড়ে নিন। কারণ যে কোনও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে সিল্কের শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*ঠান্ডা জল ব্যবহার করুন: সিল্কের শাড়ি ধোয়ার জন্য ঠান্ডা জল ব্যবহার করুন। শাড়ি ধোয়ার আগে ঠাণ্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। আজকাল গরমের কারণে ট্যাঙ্কের জল গরম হয়ে যায়। এ ক্ষেত্রে সিল্কের শাড়ি ধুতে গরম জল ব্যবহার করবেন না। এতে শাড়ির চকচকে ভাব নষ্ট হয়ে যেতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*ভিনিগার ব্যবহার করুন: শাড়ি জলে ভেজানোর পর এক বালতি পরিষ্কার জলে নিয়ে তাতে দুই চামচ ভিনিগার মিশিয়ে নিন। তারপর তাতে সিল্কের শাড়ি ভিজিয়ে ১০ মিনিট মতো রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন, এতে শাড়ির দাগ উঠে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*কড়া রোদে শাড়ি মেলবেন না: সিল্কের শাড়ি ধোয়ার পর খুব জোরে নিংড়ে নেবেন না, তাতে শাড়ি কুঁচকে যায়। এক জায়গায় জল ঝুলিয়ে রাখুন জল ঝরে যাওয়া পর্যন্ত। এরপর শাড়ি মেলে দিন ছায়ায়, শুকানোর জন্য। মনে রাখবেন সূর্যের আলোয় সিল্কের শাড়ি ভুলেও মেলবেন না। তাতে শাড়ির চকচকে ভাব ফিকে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*কীভাবে শাড়ি রাখবেন: সাধারণ শাড়ির সঙ্গে কখনই সিল্কের শাড়ি রাখবেন না। এ কারণে অন্যান্য শাড়ির নকশা একসঙ্গে লেগে যেতে পারে। এ ক্ষেত্রে সবসময় সিল্কের শাড়ি আলাদা জায়গায় রেখে সুতির কাপড় দিয়ে ভাল করে ঢেকে রাখুন। এ ভাবে সিল্কের শাড়ি ভাল থাকে। (সতর্কীকরণঃ এই নিবন্ধে দেওয়া তথ্য এবং তথ্য সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। নিউজ 18 বাংলা এগুলি নিশ্চিত করে না। এগুলো বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ মানুষ।) সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silk Saree: বাড়িতেই কাচুন সিল্কের শাড়ি, এই ৫ টোটকায় শাড়ি থাকবে নতুন, মনে হবে ড্রাই ক্লিন করা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল