TRENDING:

Kitchen Chimney Cleaning Tips: রান্নাঘরে তেল চিটচিটে চিমনি? কয়েকটা উপায়ে একেবারে নতুনের মতো ঝকঝকে হবে, ১ টাকাও লাগবে না

Last Updated:
চিমনি অল্প নোংরা হলে, ভিনিগার ব্যবহার করার চেষ্টা করুন৷ তবে চিমনির ফিল্টার ধোয়ার পরিবর্তে, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন৷
advertisement
1/5
তেল চিটচিটে চিমনি? এই কয়েকটা উপায়ে একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে
রান্নাঘরকে পরিষ্কার রাখতে চিমনির এখন প্রায় অপরিহার্য হয়ে উঠছে৷ কিন্তু সমস্যা হল, খাবারের তেম, মশলা চিমনির গায়ে লেগে যায়৷ তাই প্রতিদিন পরিষ্কার না করলে দেখতে খুব খারাপ লাগে৷ চিমনি পরিষ্কার করার জন্য বাইরে থেকে লোক আনতে হলে, তা বেশ পরিশ্রমের, তেমনই খরচসাপেক্ষ৷ তাই চেষ্টা করুন, সপ্তাহে অন্তত একবার ঘরোয়া টিপসের সাহায্যে চিমনি পরিষ্কার করুন৷
advertisement
2/5
রান্নাঘরের চিমনি পরিষ্কার করতে নুনের সাহায্য নিতে পারেন৷ এর জন্য ১ বালতি গরম জলে কিছু নুন, ভিনিগার, বেকিং সোডা মিশিয়ে নিন৷ চিমনির ফিল্টারটি বের করে ওই মিশ্রণে মেশান৷
advertisement
3/5
চিমনি অল্প নোংরা হলে, ভিনিগার ব্যবহার করার চেষ্টা করুন৷ তবে চিমনির ফিল্টার ধোয়ার পরিবর্তে, পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে ফেলুন৷ এর জন্য একটা পাত্রে ভিনিগার নিন৷ এবার তোওয়ালে ভিনিগারে ভিজিয়ে নিন৷ তারপর ভাল করে চিমনির ফিল্টার ভাল করে পরিষ্কার করে নিন৷
advertisement
4/5
আপনার কাস্টিং সোডা ব্যবহার করে মিনিটের মধ্যে চিমনি পরিষ্কার করতে পারেন৷ কাস্টিং সোডার সঙ্গে জল মেশান৷ তারপর সেই মিশ্রণে ভাল করে ফিল্টারটি ডুবিয়ে নিন৷ ফিল্টারের সমস্ত জেদি দাগ দূর হয়ে যাবে৷
advertisement
5/5
সাধারণ সাবান দিয়েও চিমনি পরিষ্কার করতে পারেন৷ এই জন্য গরম জলে লিকুইড সাবান মিশিয়ে নিন৷ তারপর সেই জলে ফিল্টার প্রায় আধঘণ্টা রেখে দিন৷ একেবারে নতুন হয়ে যাবে ফিল্টার ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kitchen Chimney Cleaning Tips: রান্নাঘরে তেল চিটচিটে চিমনি? কয়েকটা উপায়ে একেবারে নতুনের মতো ঝকঝকে হবে, ১ টাকাও লাগবে না
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল