অনেক চেষ্টাতেও কাজের জায়গায় টাইম ম্যানেজ করতে পারছেন না? রইল কয়েকটি অব্যর্থ টিপস
Last Updated:
advertisement
1/6

রোজকার ইঁদুর দৌড়ে ব্যস্ত সকলেই । অনেক চেষ্টা করেও নিজের জন্য সময় থাকছে না ? বিশেষ করে অফিসে ডেডলাইনের চাপে হয়ত মনে হচ্ছে ঠিকমত সময় ম্যানেজ করে উঠতে পারছেন না ? (ছবি: সংগৃহীত)
advertisement
2/6
যদি আপনার সঙ্গে এমনটাই হয়ে থাকে তাহলে জেনে কীভাবে কর্মক্ষেত্রে আরও নিপুণভাবে সময়ানুবর্তিতা বজায় রাখবেন । (ছবি: সংগৃহীত)
advertisement
3/6
যদি আপনার কাজের চাপ অত্যন্ত বেশি হয়, তাহলে প্রত্যেকটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ও চেষ্টা করুন সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই কাজটি শেষ করতে । (ছবি: সংগৃহীত)
advertisement
4/6
কাজ থেকে মাঝে মধ্যে ব্রেক অবশ্যই নেবেন কারণ একটানা কাজ করা সম্ভব নয়, কিন্তু আপনি যদি ব্রেকেও অত্যাধিক সময় নষ্ট করেন বা ওয়াশরুমে গেলেই সহকর্মীদের সঙ্গে খোশ গল্পে অনেকটা সময় কেটে যায় তাহলে সেই অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করুন । এতে অনেক অতিরিক্ত সময় থাকবে আপনার হাতে । (ছবি: সংগৃহীত)
advertisement
5/6
লাঞ্চ প্ল্যানিং করুন আগে থেকেই । যদি কী খাবেন ভাবতে গিয়ে অহেতুক সময় ব্যয় করবেন না । খাবার নিয়ে যান বাড়ি থেকেই অথবা আগে থেকেই অর্ডার দিয়ে রাখুন ।(ছবি: সংগৃহীত)
advertisement
6/6
মনসংযোগ রাখুন । যখন যেই কাজ করছেন সেই দিকেই মন দিন, একসঙ্গে ১০ টা কাজ করতে গেলে কোনওটাই হয়ে উঠবে না । কাজের সময় অহেতুক মোবাইল ঘাঁটবেন না । ফোকাস ঠিক রাখুন, দেখবেন সময় ম্যানেজ হবেই । (ছবি: সংগৃহীত)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অনেক চেষ্টাতেও কাজের জায়গায় টাইম ম্যানেজ করতে পারছেন না? রইল কয়েকটি অব্যর্থ টিপস