Quiz Time Cloud Water Ratio: তুলোর মতো মেঘ কত লিটার জল ধারণ করতে পারে? একেবারে অঙ্কের হিসেবে মিলিয়ে নিন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
How Much Water In Cloud: মেঘ থাকে জলে ভরা৷ কিন্তু এই মেঘে কতটা জল থাকে? ভেবে দেখেছেন? এটা নির্ভর করে মেঘের আকারের উপর৷
advertisement
1/10

একটি মেঘ কত জল ধরে? আকাশে মেঘ দেখে বৃষ্টির চিন্তা হয় সবসময়৷ কখন কতটা বৃষ্টি হবে, মেঘ দেখে বোঝার চেষ্টা করেন অনেকে৷ কিন্তু সত্যিই একটা তুলোর মতো পেজা মেঘে কতটা জল থাকতে পারে?
advertisement
2/10
আকাশে ছড়িয়ে ছিটিয়ে মেঘের খেলা৷ নানা রকমের রং৷ কখনও ধবধবে সাদা তো কখনও ঘন কালো মেঘ৷ আকাশের মুখ ভার করে সেই মেঘ যে কী ভেল্কি দেখায়, সেটাই ভাবনার৷
advertisement
3/10
মেঘ থাকে জলে ভরা৷ কিন্তু এই মেঘে কতটা জল থাকে? ভেবে দেখেছেন? এটা নির্ভর করে মেঘের আকারের উপর৷ একটি ছোট মেঘ কয়েক লিটার থাকতে পারে৷ তবে ঘন কালো আকাশ জোড়া মেঘে লক্ষ লক্ষ টন জল ধারণ করা থাকে৷
advertisement
4/10
যে মেঘের ঘনত্ব কম থাকে, যেমন সাইরাস ক্লাউড, সেগুলিতে খুব কম জল থাকে, ফলে অপেক্ষাকৃত কম তরল জলের পরিমাণ থাকে। যে মেঘের ঘনত্ব বেশি, যেমন কিউমুলোনিম্বাস ক্লাউড, সেগুলিতে তরল জলের পরিমাণ অনেক বেশি থাকে যা প্রায়, কারণ একই পরিমাণ জায়গায় আরও তরল উপস্থিত থাকে।
advertisement
5/10
আকাশে মূলত তিন ধরনের মেঘ দেখা যায়৷ সিরাস, কিউমুলাস এবং স্ট্র্যাটাস৷ ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় যে মেঘ থাকে, তাকে সাধারাণত, সিরাস বলে৷ সিরাস সাধারণত, বরফকণা দিয়ে তৈরি হয়৷
advertisement
6/10
বিজ্ঞানীরা বলছেন, এক বর্গ মাইলের এক ইঞ্চি বৃষ্টিপাত হলে, সেই জলের পরিমাণ প্রায় ১৭.৪ মিলিয়ন গ্যালন৷ এই জলের ওজন হতে পারে প্রায় ৬৪ মিলিয়ন কেজি৷ তাই আকাশে ভেসে বেড়ানো মেঘ তুলোর মতো দেখতে মনে হলেও তা কিন্তু ওজনে তুলোর মতো হাল্কা নয়৷
advertisement
7/10
বিজ্ঞানীরা বলছেন, একটি কিউমুলাস মেঘের গড় ওজন ১.১ মিলিয়ন পাউন্ড৷ যা ১০০টা হাতির ওজনের সমান৷
advertisement
8/10
ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার উচ্চতায় থাকা মেঘল থেকে হঠাৎই ভারী বৃষ্টিপাত শুরু হলে তা মেঘ ভাঙা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে৷ এক্ষেত্রে, ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত হতে পারে৷
advertisement
9/10
যদি এই কিউমুলাস মেঘ কালো রঙের দেখতে হয়, তখন তাকে কিউমুলোনিম্বাস বলে৷ এই মেঘ থেকে বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হয়৷ এই ধরনের মেঘে প্রায় ৫ লক্ষ টন জল থাকে৷
advertisement
10/10
ফলে এবার আকাশে মেঘ দেখে কিছুটা আন্দাজ করতে পারবেন কতটা পরিমাণ বৃষ্টিতে ভিজবেন আপনি!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Quiz Time Cloud Water Ratio: তুলোর মতো মেঘ কত লিটার জল ধারণ করতে পারে? একেবারে অঙ্কের হিসেবে মিলিয়ে নিন