TRENDING:

হেঁসেলের ছোট্ট সবুজ দানাতেই মাথার চুল গজায়... দূর করে খুশকিও! সপ্তাহে দু-বার এভাবে মাখুন

Last Updated:
মেথি বীজ ও দইয়ের পেস্ট চুল পড়া, খুশকি ও ধূসর চুল রোধে কার্যকর. নিয়মিত ব্যবহারে চুল মজবুত, উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয়.
advertisement
1/6
হেঁসেলের ছোট্ট সবুজ দানাতেই মাথার চুল গজায়... দূর করে খুশকিও! সপ্তাহে দু-বার এভাবে মাখুন
টাক পড়ে এখন এক নিত্যনৈমিত্তিক সমস্যা। ঘরে ঘরে সবার একই সমস্যা। কিন্তু দামি ক্রিম বা ওষুধ ছাড়াও ঘরোয়া জিনিসেই এর প্রতিকার সম্ভব।
advertisement
2/6
মেথি বীজ চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। চুল পড়া এবং খুশকির সমস্যায় ভুগে থাকলে এই ঘরোয়া প্রতিকারটি সহায়ক হতে পারে। মেথি বীজ চুলকে চকচকে, নরম এবং শক্তিশালী করতে সাহায্য করে। এটি চুল পড়াও রোধ করে।
advertisement
3/6
প্রথমে মেথির বীজ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে এই দানাগুলো পিষে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভাল করে লাগান। পেস্টটি চুলে কমপক্ষে ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য রেখে দিন। যাতে এটি সঠিকভাবে কাজ করতে পারে। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
4/6
সপ্তাহে দু'বার নিয়মিত এই কাজটি করলে চুল পড়া বন্ধ হবে। এবং চুলের বৃদ্ধিও ঠিক থাকবে। মেথির পেস্ট কেবল চুলকে মজবুত করে না খুশকি থেকেও মুক্তি দেয়। এছাড়াও যদি চুল ধূসর হয়ে যায়, তাহলে সেটিও রোধ করে।
advertisement
5/6
মেথি এবং দইয়ের মিশ্রণও চুলের জন্য ভাল। এর জন্য দু'চামচ দইয়ে দু'চামচ মেথি দানার পেস্ট মিশিয়ে নিন। এখন এই মিশ্রণটি মাথায় ভাল ভাবে লাগান। এটি কমপক্ষে ৪০ থেকে ৪৫ মিনিট চুলে লাগিয়ে রাখুন, তারপর মাথা ধুয়ে ফেলুন। এটি শুধু চুলকে মজবুত করে নাষ চুলকে হাইড্রেটও করে এবং এতে উজ্জ্বলতা আনে।
advertisement
6/6
মেথি দানা চুল পড়া রোধ করে, বৃদ্ধি বাড়ায়, খুশকি দূর করে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে। এই ঘরোয়া টোটকা গ্রহণ করে চুলের স্বাস্থ্য উন্নতি করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
হেঁসেলের ছোট্ট সবুজ দানাতেই মাথার চুল গজায়... দূর করে খুশকিও! সপ্তাহে দু-বার এভাবে মাখুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল