TRENDING:

Home remedies to prevent prickly heat : পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে

Last Updated:
পাউডারে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে হিতে বিপরীতও হয়৷ তাই, ঘামাচি সারাতে ভরসা রাখুন ঘরোয়া উপকরণেই৷ (Home remedies to prevent prickly heat)
advertisement
1/6
পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে
গরম পড়তে না পড়তে টেলিভিশন ছেয়ে যায় ঘামাচি রোধক পাউডারের বিজ্ঞাপনে৷ প্রত্যেক সংস্থারই দাবি, তাঁদের তৈরি পাউডারে ঘামাচি নির্মূল হয়ে যায়৷ কিন্তু জানেন কি, পাউডারে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে হিতে বিপরীতও হয়৷ তাই, ঘামাচি সারাতে ভরসা রাখুন ঘরোয়া উপকরণেই৷ (Home remedies to prevent prickly heat)
advertisement
2/6
টকদই সব সময়েই ত্বকের জন্য আরামদায়ী৷ যে কোনও প্রদাহে আরাম পাওয়া যায় টকদই থেকে৷ যেখানে ঘামাচি হয়েছে সেখানে ঠান্ডা টকদই লাগান৷ ১৫ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে শুকিয়ে নিন৷ একদম ঘষবেন না৷
advertisement
3/6
টক দইয়ের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ ত্বক ভাল রাখে৷ অ্যাকনে রোধ করে উজ্জ্বলতা বজায় রাখে৷
advertisement
4/6
২০০ মিলিলিটার গোলাপজল নিন৷ ৪ চামচ মধু ও ২০০ মিলিলিটার সাধারণ জল মেশান৷ ফ্রিজের আইস ট্রে-তে জমিয়ে নিন মিশ্রণ৷ প্রতি বার ৪-৫ টা করে আইসকিউব নিয়ে নরম মসলিনে জড়িয়ে নিন৷ এ বার ধীরে ধীরে কাপড়ে জড়ানো বরফের টুকরো ঘষে নিন ত্বকে৷ গোলাপজল ত্বকের পিএইচ ব্যালেন্স রক্ষা করে৷ বাড়তি তেল নিয়ন্ত্রণ করে৷
advertisement
5/6
ঘামাচির চটজলদি উপশম হল চন্দনের প্রলেপ৷ ফুল ফ্যাট ঠান্ডা দুধে চন্দনগুঁড়ো বা চন্দনবাটা মিশিয়ে ত্বকে লাগান৷ তার পর প্রলেপ শুকিয়ে যেতে সময় দিন৷ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন৷ এতে সানট্যানও উঠে যাবে৷
advertisement
6/6
দু’ চামচ পুদিনপাতা বাটা, ৩ চামচ মুলতানি মাটির সঙ্গে ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন৷ এ বার সেই মিশ্রণ ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন৷ পুরো শুকিয়ে গেলে ধুয়ে নিন৷ নরম তোয়ালে দিয়ে আলতো করে মুছে ফেলুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home remedies to prevent prickly heat : পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল