Home Remedies:চা-ছাকনিতে জমে থাকা জেদি ময়লা দূর হবে ১ সেকেন্ডে, লাগবে না একটা টাকাও, জেনে নিন ট্রিক-টা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
হাজার ধুয়েও ছাকনির কালো দাগছোপ যেতে চায় না! পাশাপাশি চায়ের কশের কারণে ছাকনির কালো ছোপ আরও গাঢ় হতে থাকে!
advertisement
1/5

চা না খেলে দিন শুরুই হয় না! বিকেলের চা-টাও মিস করা দায়! অনেকের তো আবার ঘন ঘন চা না খেলে হয় না! এ'সবের মধ্যে সবথেকে করুণ অবস্থা হয় বেচারা চা-ছাকনির। কয়েকদিনের মধ্যেই ছাকনির গায়ে কালো দাগছোপ, ছিদ্র-ও আটকে যাওয়ার জোগাড়!
advertisement
2/5
হাজার ধুয়েও ছাকনির কালো দাগছোপ যেতে চায় না! পাশাপাশি চায়ের কশের কারণে ছাকনির কালো ছোপ আরও গাঢ় হতে থাকে! শেষমেশ দাগছোপের জ্বালায় ক্লান্ত হয়ে আপনি আরেকটি নতুন ছাকনি কিনে নেন!
advertisement
3/5
কিন্তু এবার আর নতুন ছাকনি কিনতে হবে না! সহজ ঘরোয়া টোটকাতেই আপনার পুরনো ছাকনি হবে নতুনের মতো চকচকে,ছিটেফোঁটা দাগও থাকবে না!
advertisement
4/5
চা ছাঁকনি পরিষ্কার করার জন্য বেকিং সোডা ও ভিনিগার খুবই কার্যকর। একটি পাত্রে জল ফুটিয়ে তাতে ভিনিগার, বেকিং সোডা এবং সামান্য ডিশওয়াশিং লিকুইড দিন। এবার ময়লা জমে থাকা ছাঁকনিটি ফুটন্ত জলে দিয়ে কয়েক মিনিট রেখে দিন। জমে থাকা ময়লা সহজেই বেরিয়ে আসবে।
advertisement
5/5
এবার একটা পুরনো টুথব্রাশ দিয়ে হালকা ঘষলেই ছাকনি থেকে সব ময়লা বেরিয়ে আসবে। এটাই ছাকনি পরিষ্কার করার সবচেয়ে সস্তা এবং কার্যকর উপায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Remedies:চা-ছাকনিতে জমে থাকা জেদি ময়লা দূর হবে ১ সেকেন্ডে, লাগবে না একটা টাকাও, জেনে নিন ট্রিক-টা