Home Cleaning Mistakes: ঘর পরিষ্কার করার সময় আপনিও এই এক ভুলগুলো করেন না তো? দেখুন তো...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Home Cleaning Mistakes: রোজকার জীবনে আমরা ক্লিনিং-এর সময়ে বেশ কিছু ভুল করে থাকি। তাই ঘর পরিষ্কারের সব চেয়ে সাধারণ ভুলগুলো কী জেনে নেওয়া যাক।
advertisement
1/16

ঘরের ভিতর বা চারপাশে নোংরা-আবর্জনা জমলে সেখান থেকে রোগ-জীবাণু ছড়াতে পারে। তাই শুধু বাহ্যিক সৌন্দর্য্যের জন্যই নয়,স্বাস্থ্যের কথা ভেবেও ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। ধুলো, মপ, স্ক্রাব, ভ্যাকুয়াম এবং মূলত বাড়ির সব কিছু পরিষ্কার করার কিছু সঠিক এবং ভুল উপায় রয়েছে। আর সঠিক নিয়ম মেনে ঘর পরিষ্কার করলেই আসলে লাভ পাওয়া যায়। যদিও রোজকার জীবনে আমরা ক্লিনিং-এর সময়ে বেশ কিছু ভুল করে থাকি। তাই ঘর পরিষ্কারের সব চেয়ে সাধারণ ভুলগুলো কী জেনে নেওয়া যাক।
advertisement
2/16
ধুলো লাগা আসবাবপত্র পলিশ ব্যবহার পলিশের যদিও খুব ভালো গন্ধ রয়েছে এবং আসবাবপত্র এটির সাহায্যে পরিষ্কার করলে খুব চকচকে দেখায়, কিন্তু এটি অল্প পরিমাণে ব্যবহার করা উচিত। কারণ বেশিরভাগ বাণিজ্যিক ফার্নিচার পলিশে প্রচুর পরিমাণে তেল থাকে যা থেকে আসবাবপত্রে দাগ এবং আঙুলের ছাপ পড়ে যেতে পারে। সাধারণভাবে সামান্য জলে ভেজানো একটি কাপড় দিয়ে পরিষ্কার করাই ভালো।
advertisement
3/16
কার্পেট এবং গৃহসজ্জার সামগ্রী থেকে স্ক্রাবিং দাগ অনেক সময়ই কার্পেট বা ঘরের বিভিন্ন সামগ্রীতে দাগ হয়। এই ধরনের দাগ ঘষে তোলার চেষ্টা করলে ক্ষতি হতে পারে। পরিবর্তে, একটি পরিষ্কার, শুকনো তোয়ালে দিয়ে প্রথমে মুছে তার পরে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এই ভাবে যতবার প্রয়োজন হবে ততবার এটি করতে হবে এবং প্রস্তুতকারকের নির্দেশ অনুসরণ করে প্রয়োজনে কার্পেট দাগ রিমুভার ব্যবহার করতে হবে।
advertisement
4/16
রৌদ্রোজ্জ্বল দিনে জানলা পরিষ্কার আমরা বেশিরভাগ সময়ে রোদ ঝলমলে দিনেই জানলা পরিষ্কার করে থাকি। আসলে এর উল্টোটাই করা উচিত। কারণ রোদে গ্লাস ক্লিনার দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং আটকে যেতে পারে। তাই মেঘলা দিনে যখন তাপমাত্রা ৭০ ডিগ্রি তাপমাত্রার নিচে থাকবে তখন পরিষ্কার করাই ভালো।
advertisement
5/16
advertisement
6/16
advertisement
7/16
advertisement
8/16
কাঠের মেঝে জল দিয়ে মোছা জল যে কোনও কাঠের মেঝের শত্রু। তাই এক্ষেত্রে সঠিভাবে ঝাড়ু ও ভ্যাকুয়াম করতে হবে এবং প্রয়োজনে একটি সামান্য ভেজা কাপড় দিয়ে মুছতে হবে।
advertisement
9/16
ভ্যাকুয়াম পরিষ্কার না করা ব্যবহারের পর নিয়মিত ভ্যাকুয়াম পরিষ্কার করা খুবই জরুরি। পরিষ্কার না করে একটানা ব্যবহার করে গেলে ভ্যাকুয়ামে নোংরা জমে জট পাকিয়ে যেতে পারে।
advertisement
10/16
মেঝে আগে পরিষ্কার করা কোন পর্যায়ক্রমে ক্লিনিং করা হচ্ছে তাও খুব গুরুত্বপূর্ণ। তাই সব কিছু একসঙ্গে পরিষ্কারের সময় সব সময় উপর থেকে নিচে পরিষ্কার করতে হবে। অর্থাৎ আসবাবপত্র এবং উপরের তাক পরিষ্কারের পর মেঝে পরিষ্কার করতে হবে।
advertisement
11/16
কাচ পরিষ্কার করতে পেপার টাওয়েল ব্যবহার আয়না পরিষ্কার করতে কখনোই কাগজের টাওয়েল ব্যবহার করা উচিত নয়। কারণ এটি ভালো কাচ পরিষ্কার করতে পারে না। বরং এক্ষেত্রে মাইক্রোফাইবার ক্লিনিং কাপড় ব্যবহার করা উচিত।
advertisement
12/16
advertisement
13/16
ভ্যাকুয়াম পরিষ্কার না করা ব্যবহারের পর নিয়মিত ভ্যাকুয়াম পরিষ্কার করা খুবই জরুরি। পরিষ্কার না করে একটানা ব্যবহার করে গেলে ভ্যাকুয়ামে নোংরা জমে জট পাকিয়ে যেতে পারে।
advertisement
14/16
টয়লেট ব্রাশ শুকনো না করা টয়লেট ব্রাশ ব্যবহার করে অনেক সময়ই আমরা সেটি আর পরিষ্কার করি না। ফলে ভেজা ব্রাশে ব্যাকটেরিয়া জন্মানোর সম্ভাবনা থাকে৷ তাই টয়লেট ব্রাশ ব্যবহারের পর সবসময় শুকানোর জন্য টাঙ্গিয়ে রাখতে হবে।
advertisement
15/16
পালকের ডাস্টার ব্যবহার দেখতে সুন্দর হলেও পালকের ডাস্টার ব্যবহার করা উচিত নয়। বদলে সুতির কাপড়, মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করলে বেশি ভালো পরিষ্কার হবে।
advertisement
16/16
সতর্কতার সঙ্গে পরিচ্ছন্নতা ঘর পরিষ্কারের সময় সঠিক পন্থা অবলম্বন করা খুবই জরুরি। ভুল পদ্ধতিতে পরিষ্কার করলে তা ঘরের আসবাবপত্রের ক্ষতি করতে পারে। তাই যে কোনও আসবাবপত্রের লেবেলে দেওয়া ক্লিনিং-এর পদ্ধতির বিষয়েও পড়ে নিতে হবে। সব মিলিয়ে পরিচ্ছন্ন করতে গিয়ে যেন ঘরের কোনও জিনিসের ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Home Cleaning Mistakes: ঘর পরিষ্কার করার সময় আপনিও এই এক ভুলগুলো করেন না তো? দেখুন তো...