TRENDING:

HMPV Symptoms: Vitamin Deficiency to cause Chronic Cough and Cold:ভারতেও হাজির HMPV! ঘন ঘন ক্রনিক সর্দিকাশিতে ভোগেন? কোন ভিটামিনের অভাবে ঠান্ডা লেগে হাঁচিকাশি হয়? জানুন

Last Updated:
Vitamin Deficiency to cause Chronic Cough and Cold: ভারতে ইতিমধ্যেই ধরা পড়েছে এইচএমপিভি পজিটিভ রোগী৷ এই পরিস্থিতিতে বিশেষ সতর্ক থাকতে হবে সর্দিকাশির সমস্যা থেকে৷ সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার একাধিক কারণ আছে৷ তার মধ্যে অন্যতম ভিটামিনের অভাব
advertisement
1/5
ভারতেও হাজির HMPV! সর্দিকাশি হয়? কোন ভিটামিনের অভাবে ঘনঘন ঠান্ডা লাগে? জানুন
যাঁদের ঠান্ডা লাগার ধাত আছে তাঁদের এমনিতেই শীতকালে বাড়ে সর্দিকাশির সমস্যা৷ তার উপর হাজির এইচএমপিভি (HMPV) বা হিউম্যান মেটানিউমো ভাইরাস৷ এই দুই সাঁড়াশি আক্রমণে সর্দিকাশি তীব্র হচ্ছে এই ঠান্ডার মরশুমে৷
advertisement
2/5
ভারতে ইতিমধ্যেই ধরা পড়েছে এইচএমপিভি পজিটিভ রোগী৷ এই পরিস্থিতিতে বিশেষ সতর্ক থাকতে হবে সর্দিকাশির সমস্যা থেকে৷ সর্দিকাশিতে আক্রান্ত হওয়ার একাধিক কারণ আছে৷ তার মধ্যে অন্যতম ভিটামিনের অভাব৷
advertisement
3/5
কোন ভিটামিনের অভাবে সর্দিকাশি হয়, বলেছেন পুষ্টিবিদ নমামি আগরওয়াল৷ জানাচ্ছেন ডায়েটে ভিটামিন বি-১২-র অভাবে ঠান্ডা লেগে সর্দিকাশি হয়৷ তাঁর মতে গবেষণায় দেখা গিয়েছে ডায়েটে ভিটামিন বি-১২ কম থাকলে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যায়৷
advertisement
4/5
ক্রনিক ঠান্ডা লাগার সমস্যা থাকলে পরীক্ষা করে দেখে নিতে হবে ভিটামিন বি-১২ ঘাটতি আছে কিনা শরীরে৷ পাশাপাশি নির্জীব ত্বক, ডিপ্রেশন, ঘন ঘন মাথাব্যথা, পেটের গণ্ডগোল, পেশিতে টান-সহ একাধিক উপসর্গ আছে এই ভিটামিনের ঘাটতি হলে৷
advertisement
5/5
মাছ, মাংস, ডিমের মতো ডেয়ারি এবং পোলট্রিজাত খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন বি-১২ আছে৷ এছাড়াও স্যামন, ইয়োগার্ট, ডিম খেতে পারেন৷ ডাক্তারের পরামর্শমতো খেতে পারেন ভিটামিন বি-১২-র সাপ্লিমেন্টও৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
HMPV Symptoms: Vitamin Deficiency to cause Chronic Cough and Cold:ভারতেও হাজির HMPV! ঘন ঘন ক্রনিক সর্দিকাশিতে ভোগেন? কোন ভিটামিনের অভাবে ঠান্ডা লেগে হাঁচিকাশি হয়? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল