High Uric Acid Control Tips: ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণায় কাবু! বাজার কাঁপাবে শক্তিশালী চাটনিই, কোণা কোণা থেকে টেনে বের করবে বর্জ্য পদার্থ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
High Uric Acid Control Tips: শক্তিশালী চাটনিই হাড় থেকে টেনে বের করবে বহু বছরের ব্যথা যন্ত্রণা, গাঁটে গলিয়ে দেবে ক্রিস্ট্যাল
advertisement
1/12

বর্তমানে ইউরিক অ্যাসিড একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে খারাপ খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে খারাপ জীবনশৈলী ইউরিক অ্যাসিডের সমস্যা দূর করতে সাহায্য করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
বিশিষ্ট চিকিৎসক রিচা আগরওয়াল সূত্রে জানতে পারা গিয়েছে গাঁটের যন্ত্রণা, হাড়ের যন্ত্রণা, বহু বছরের হাড়ের যন্ত্রণা শরীর থেকে ছেঁকে বের করে দিতে পারে নিমেষেই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
ইউরিক অ্যাসিড শুধুই বয়স্কদের হয় তা নয় যেকোনও বয়সেই ইউরিক অ্যাসিড শরীরে থাবা বসাতে পারে ৷ পিউরিন নামক একটি প্রোটিন আলাদা আলাদা করে খাবারে পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
এরফলেই চড়ে ওঠে ইউরিক অ্যাসিড নানান সমস্যায় শরীর জর্জরিত হতে থাকে ৷ ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে গাঁটে গাঁটে জমতে থাকলে তা ক্রিস্ট্যালের মত আকার নেয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
হাতে পায়ে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা সৃষ্টি করে ৷ কিডনির সমস্যা রীতিমত চাপে ফেলে ৷ এরফলেই নানান সমস্যার সমাধান হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
কিডনিতে পাথর হলেই ইউরিক অ্যাসিড খেলা দেখাতে শুরু করে কেননা কিডনি সেই সময়ে ফিল্টারের প্রক্রিয়া চালিয়ে যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
আয়ুর্বেদে বেশ কিছু গাছ গাছড়ায় মুক্তি পাওয়া যায় ইউরিক অ্যাসিড ৷ যা শরীরকে রীতিমত ফিট রাখে, ফিটনেসের জন্য দারুণ ও দুর্দান্ত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
এমন কিছু মশলাও আছে যাতে শরীরের বাড়ন্ত ইউরিক অ্যাসিড ক্রমেই ঝরে যায় ৷ এমন এক চাটনি যা খেলেই ইউরিক অ্যাসিড হু হু করে কমে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
কীভাবে এই চাটনি তৈরি করবেন? ধনেপাতা ও পুদিনাপাতার চাটনিতেই সারবে ইউরিক অ্যাসিড ৷ সর্বপ্রথমে ধনেপাতা ও পুদিনাপাতা জলে ধুয়ে নিয়ে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
এর সঙ্গে তিন থেকে চার কোয়া রসুন নিতে হবে, এরপরে মিক্সিতে একটু আদা, জিরে, লেবুর রস দিয়ে মিক্স করতে হবে ৷ স্বাদ অনুযায়ী সন্দক নুন দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
এর সঙ্গে তিন থেকে চার কোয়া রসুন নিতে হবে, এরপরে মিক্সিতে একটু আদা, জিরে, লেবুর রস দিয়ে মিক্স করতে হবে ৷ স্বাদ অনুযায়ী সন্দক নুন দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong><span style="color: #993366;">Disclaimer:</span> উপরোক্ত বিষয়গুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
High Uric Acid Control Tips: ইউরিক অ্যাসিডের ব্যথা যন্ত্রণায় কাবু! বাজার কাঁপাবে শক্তিশালী চাটনিই, কোণা কোণা থেকে টেনে বের করবে বর্জ্য পদার্থ