TRENDING:

High Cholesterol Control Tips: সকালে খান এই পাতা ভেজানো জল, শরীর থেকে ছেঁকে বেরবে কোলেস্টেরল, জেদি মেদ গলবে ৭ দিনেই

Last Updated:
Curry Patta Health Benefits: কারি পাতা সবার রান্নাঘরে সহজেই পাওয়া যায়। এটি প্রতিদিন চিবিয়ে খেলে আপনার দৃষ্টিশক্তি অনেকাংশে উন্নত হয়। প্রতিদিন চোখ ধোয়ার পর এটি খেতে হবে।
advertisement
1/10
সকালে খান এই পাতা ভেজানো জল, শরীর থেকে ছেঁকে বেরবে কোলেস্টেরল, জেদি মেদ গলবে ৭ দিনেই
সকালে খান এই পাতা ভেজানো জল, ডায়াবেটিস-কোলেস্টেরল কমবে, জেদি মেদ গলবে হুহু করে। কোন পাতা বলুন তো?
advertisement
2/10
পাতাটির নাম কারিপাতা। দক্ষিণী রান্নার অপরিহার্য অঙ্গ হল কারিপাতা। ইদানীং বাঙালি হেঁশেলেও কারিপাতার অবাধ বিচরণ। যে-কোনও রান্নায় কয়েকটা কারিপাতা ছড়িয়ে দিলেই অন্য স্বাদ চলে আসে! তবে শুধু স্বাদ বৃদ্ধিই নয়, কারিপাতার রয়েছে হরেক ওষধি গুণ। সকালে খালিপেটে কারিপাতা ভেজানো জল খেয়ে দেখুন, কয়েকদিনেই বহু জটিল-কঠিন রোগকে বুড়ো আঙুল দেখাতে পারবেন--
advertisement
3/10
কোলেস্টেরল কমায়: রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমায় কারিপাতা। হার্ট ভাল রাখে। সকালে খালিপেটে কারিপাতা ভেজানো জল খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে।
advertisement
4/10
কারিপাতার জল প্রস্তুত কেমন করে করবেন৷ ৮-১০টি কারিপাতা তুলে বা বাজার থেকে কিনে এনে ভাল করে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে ৷
advertisement
5/10
তারপরে ১-২ কাপ জলে ফুটিয়ে নিতে হবে ৷ ফুটিয়ে ফুটিয়ে একটু কমিয়ে নিতে হবে ৷ নিয়মিত রূপে খালি পেটে সেবন করলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল বিদায় নিতে হবে ৷
advertisement
6/10
কারি পাতা চিনির মাত্রা নিয়ন্ত্রণে খুবই সহায়ক। এই পাতা চিবিয়ে খেলে আপনার শরীর সবসময় ফিট থাকে এবং আপনি রোগে আক্রান্ত হন না।
advertisement
7/10
এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কাজ করে। আপনার এটি প্রতিদিন খাওয়া উচিত। এটি চিবিয়ে খেলে আপনার মানসিক চাপও অনেকাংশে কমে যায়।
advertisement
8/10
লিভার ভাল রাখে-- লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায় কারিপাতা। কারিপাতায় থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট যা লিভার ভাল রাখে।
advertisement
9/10
হজমশক্তি উন্নত করে--কারিপাতার মধ্যে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। পাশাপাশি, অন্ত্র ভাল রাখতেও সাহায্য করে এই পানীয়।
advertisement
10/10
ত্বক ভাল রাখে-- কারিপাতায় আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা ফ্রি র‍্যাডিক্যাল রোধ করে। রোজ সকালে খালিপেটে কারিপাতা ভেজানো জল খেলে দেখবেন ৭ দিনেই ত্বক খিলখিলিয়ে হাসছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
High Cholesterol Control Tips: সকালে খান এই পাতা ভেজানো জল, শরীর থেকে ছেঁকে বেরবে কোলেস্টেরল, জেদি মেদ গলবে ৭ দিনেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল