TRENDING:

Diet for Healthy Kidney: এই খাবারগুলি খান, এগুলি খাবেন না...ডায়াবেটিস, ব্লাড প্রেশারেও সুস্থ থাকবে কিডনি

Last Updated:
Diet for Healthy Kidney: কিডনি কী করে ভাল রাখবেন, তার জন্য লাইফস্টাইল ও ডায়েট বিশেষ গুরুত্বপূর্ণ৷ কিডনি আমাদের শরীরে ছাকনি হিসেবে কাজ করে৷ শরীর থেকে বর্জ্য বার করে দেয় বাইরে৷ কিডনি ভাল রাখার জন্য শরীরে প্রোটিনজাত খাবার কম খান৷ অতিরিক্ত হাই প্রোটিন ডায়েট কিডনির কাজের পরিমাণ বাড়িয়ে দেয়৷
advertisement
1/8
এই খাবারগুলি খান, এগুলি খাবেন না...ডায়াবেটিস, ব্লাড প্রেশারেও সুস্থ থাকবে কিডনি
শারীরিক ভাবে নীরোগ থাকার অন্যতম শর্ত কিডনির সুস্থতা৷ কিডনি কী করে ভাল রাখবেন, তার জন্য লাইফস্টাইল ও ডায়েট বিশেষ গুরুত্বপূর্ণ৷
advertisement
2/8
কিডনি আমাদের শরীরে ছাকনি হিসেবে কাজ করে৷ শরীর থেকে বর্জ্য বার করে দেয় বাইরে৷ কিডনি ভাল রাখার জন্য শরীরে প্রোটিনজাত খাবার কম খান৷ অতিরিক্ত হাই প্রোটিন ডায়েট কিডনির কাজের পরিমাণ বাড়িয়ে দেয়৷
advertisement
3/8
পুষ্টিবিদ মনপ্রীত কালরার মতে, প্রাণিজাত ও উদ্ভিদজাত প্রোটিন কম খেতে হবে কিডনির সুস্থতায়৷ পরবির্তে খেতে হবে তাজা ফলমূল ও শাকসবজি৷
advertisement
4/8
ফল, শাকসবজি, গোটা দানাশস্যর লিন প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট কিডনিকে সুস্থ রাখে৷ ওজন নিয়ন্ত্রণ করে৷ ব্লাড প্রেশার কমায়৷ কমাতে হবে ডায়েটে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাসের পরিমাণও৷ না হলে প্রভাবিত হয় কিডনির কাজ৷
advertisement
5/8
পেয়ারা, আপেল, নাশপাতি, পেঁপে এবং আনারসে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট আছে৷ ফলে ডায়েটে থাকলে কিডনির সুস্থতা নিশ্চিত হয়৷
advertisement
6/8
পালংশাক এবং কেলের মতো শাকসবজিতে প্রচুর আয়রন এবং ভিটামিন কে আছে৷ এই উপাদানে কিডনির সুস্থতা নিশ্চিত হয়৷
advertisement
7/8
প্রচুর ফাইবার থাকার জন্য ব্রাউন রাইস এবং কিনোয়া খান নিয়মিত৷ এতে ব্লাড সুগার নিয়ন্ত্রিত হয়ে কিডনি ভাল থাকে৷
advertisement
8/8
কিডনির সমস্যায় ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন৷ তাঁর পরামর্শমতো ডায়েট অনুসরণ করে চলুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Diet for Healthy Kidney: এই খাবারগুলি খান, এগুলি খাবেন না...ডায়াবেটিস, ব্লাড প্রেশারেও সুস্থ থাকবে কিডনি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল