Healthcare: প্রস্রাবের রং হলুদ? জল খেয়েও লাভ হচ্ছে না? এই জটিল রোগে ভুগছেন না তো? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Healthcare: হলুদ রঙের প্রস্রাব হলে তা কিন্তু চিন্তার! জল খেয়েও যদি ঠিক না হয় তাহলে সময় নষ্ট করবেন না! এই সব মারাত্মক অসুখ হয়নি তো? জানুন
advertisement
1/6

প্রতিদিন প্রচুর জল খাওয়ার পরেও অনেক সময় দেখবেন প্রস্রাবের রং হলুদ হচ্ছে! সাধারণত বেশ কয়েকটি কারণে প্রস্রাবের রং হলুদ হতে পারে! এই রং দেখেই বলে দেওয়া সম্ভব আপনার শরীরের অসুখ! কী কী হতে পারে? জানুন photo source collected
advertisement
2/6
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের 'সেল বায়োলজি অ্যান্ড মলিকিউলার জেনেটিক্স' অধ্যাপক ব্রান্টলে এই বিষয় নিয়ে বেশ কিছু সময় ধরে গবেষণা করছিলেন! আর এই ফল চমকে দেবে! photo source collected
advertisement
3/6
প্রস্রাবের রং হলুদ হতে পারে প্রথমত সারাদিনে পর্যাপ্ত জল না খেলে! এছাড়া রোদে ঘোরাঘুরি করলেও হতে পারে! ওষুধের জন্য রং বদলে যেতে পারে! তবে এছাড়াও কয়েকটি বড় কারণ আছে যা সত্যিই চিন্তার! photo source collected
advertisement
4/6
প্রস্রাবের রং হলুদ হলে কিডনির সমস্যা থাকতে পারে! যা হয়ত আপনি জানেনই না! দীর্ঘদিন হলুদ প্রস্রাব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন! photo source collected
advertisement
5/6
গবেষণা বলছে সঠিক পরিমাণে জল খাওয়ার পরেও প্রস্রাবের রং হলুদ হতে পারে! আর তার একমাত্র কারণ লিভারে উপস্থিত 'বিলিরুবিন'! লিভারের সমস্যা থাকলেও হয়! photo source collected
advertisement
6/6
ব্রান্টলের গবেষণা বলছে, বিপাকের সময়ে অন্ত্রে বিলিরুবিন উৎসেচকটির অবশিষ্টাংশ থেকেই ইউরোবিলিরুবিন-এর জন্ম হয়। তবে চিকিৎসকেরা বলছেন, শারীরিক কিছু সমস্যার কারণেও প্রস্রাবের রং হলুদ হয়ে যেতে পারে। অন্ত্র, পিত্তরোগ কিংবা লিভার সংক্রান্ত কোনও সমস্যা হলেও প্রস্রাবের রং হলুদ হতে পারে। তাই সময় নষ্ট না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে! photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Healthcare: প্রস্রাবের রং হলুদ? জল খেয়েও লাভ হচ্ছে না? এই জটিল রোগে ভুগছেন না তো? জানুন