TRENDING:

Health Tips: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে

Last Updated:
Health Tips: গোটা দিনের কখন ওজন মাপলে তা সঠিক হিসেব দেয় তা জানেন?
advertisement
1/7
যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
ওজন নিয়ন্ত্রণ নিয়ে আজকাল সকলেই সচেতন। ওয়ার্কআউট, জিম, ডায়েট করে সকলেই কমবেশি ফিট থাকতে চান। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/7
কিন্তু ওজন কত হল জানার জন্য ওজন মাপার যন্ত্র ব্যবহার করতেই হবে। কিন্তু গোটা দিনের কখন ওজন মাপলে তা সঠিক হিসেব দেয় তা জানেন?
advertisement
3/7
অনেকেই দিনের যে কোনও সময় ওজন মাপেন। স্কুল-কলেজ-অফিস ফিরতি পথে অনেকেই ওজন মেপে নেন রাস্তায়।
advertisement
4/7
অনেকে আবার বাড়িতেই ওজন মাপার যন্ত্র কিনে রাখেন। সেক্ষেত্রে যখন-তখন ওজন মাপা তাঁদের অভ্যেস।
advertisement
5/7
কিন্তু দিনের যে কোনও সময় ওজন মাপলেই সঠিক ওজন পাওয়া যায় না। একটি নির্দিষ্ট সময় রয়েছে, যখন শরীরে সঠিক ওজন পাওয়া যায়।
advertisement
6/7
ফুড থেরাপিস্ট চিকিৎসক রিয়া বন্দ্যোপাধ্যায় আঙ্কোলার মতে, ওজন মাতে হবে সকালে। খালি পেটে, মলত্যাগের পর ওজন মাপা সবচেয়ে ভাল।
advertisement
7/7
সকালে কোনও ওষুধ, এমনকী জলও মুখে না দিয়ে ওজন মাপা সবচেয়ে কার্যকারী। এতে সঠিক ওজন পাওয়া সম্ভব বলেই মনে করেন চিকিৎসক। দিনের অন্য সময় ৫০০ গ্রাম থেকে ১ কেজি ওজন হেরফের হওয়ার সম্ভাবনা থেকে যায়। কারণ, পেটে হজম না হওয়া খাবার থেকে যায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল