Health Tips: রোজ গ্যাসের ওষুধ খাওয়া ছাড়ুন! চায়ের সঙ্গে মিশিয়ে নিন এই মশলা! দূর হবে জটিল রোগ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips: আদা চায়ের সঙ্গে যদি এক চিমটে দারচিনি মিশিয়ে নেওয়া যায়। তবে সেই চায়ের পুষ্টিগুণ বৃদ্ধি পায় অনেকটা।
advertisement
1/6

শীতের সময় সকাল কিংবা সন্ধ্যে বেলায় চা পান করতে পছন্দ করেন বেশিরভাগ মানুষ। ঠান্ডা থেকে বাঁচতে যদি সেই চা যদি হয় আদা চা তবে সেটার গুণ থাকে বেশি।
advertisement
2/6
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, আদা চায়ের সঙ্গে যদি এক চিমটে দারচিনি মিশিয়ে নেওয়া যায়। তবে সেই চায়ের পুষ্টিগুণ বৃদ্ধি পায় অনেকটা।
advertisement
3/6
ঘন ঘন হজমের গোলমাল হচ্ছে, এক্ষেত্রে বারবার অ্যান্টাসিড খাওয়া ঠিক নয়। এক্ষেত্রে ঘরোয়া দাওয়াই হিসাবে দারচিনি এবং আদা দিয়ে তৈরি চায়ে দিলে উপকার মিলবে।
advertisement
4/6
দারচিনি এবং আদা, এই দু’টিতেই অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই আদা এবং দারচিনি দেওয়া চায়ে চুমুক দিলে প্রদাহজনিত সমস্যা বশে রাখা সম্ভব।
advertisement
5/6
দারচিনি এবং আদা মিশ্রিত চা পান করলে সংক্রমণজনিত রোগ সহজে আক্রমণ করতে পারে না। মরসুম বদলের সময়ে ঠান্ডা লাগা, সর্দিকাশির সমস্যা কম হয় অনেকটা।
advertisement
6/6
ক্লান্তি দূরে রাখার পাশাপাশি স্নায়ুর উত্তেজনা প্রশমিত করতেও সাহায্য করে এই চা। রাতে ঘুমোতে যাওয়ার আগে আদা এবং দারচিনির এই চায়ে চুমুক দিলে ঘুম হয় ভাল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: রোজ গ্যাসের ওষুধ খাওয়া ছাড়ুন! চায়ের সঙ্গে মিশিয়ে নিন এই মশলা! দূর হবে জটিল রোগ