Health Tips: গরমে গাদা গাদা পাউডার ঢালছেন গায়ে? এই ভুলের খেসারত চরম! ক্যানসার অবধি হতে পারে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Health Tips: অনেকেই জানেন না, পাউডার থেকে কী মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের শরীরে। এমনকী এর থেকে ক্যানসারও হতে পারে। এই পাউডারে রয়েছে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ।
advertisement
1/7

গরমে প্রাণ ওষ্ঠাগত সকলে। গরম থেকে বাঁচতে মানুষ কী করবেন, আর কী করবেন না তা ভেবে পাচ্ছেন না । বারবার স্নান করা, একাধিক ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে ঘর ঠান্ডা রাখা, ঠান্ডা সাবান মাখা, ঘরের ছাদে বা মেঝেতে জল ছিটানো, ঘাম ও দুর্গন্ধ থেকে বাঁচতে পাউডার মাখা….এ সব হামেশাই করে থাকেন বেশিরভাগ মানুষ।
advertisement
2/7
কিন্তু অনেকেই জানেন না, পাউডার থেকে কী মারাত্মক ক্ষতি হতে পারে আমাদের শরীরে। এমনকী এর থেকে ক্যানসারও হতে পারে। এই পাউডারে রয়েছে ম্যাগনেশিয়াম, সিলিকন এবং কিছু পরিমাণে অ্যাসবেসটস পদার্থ। এই অ্যাসবেসটস থেকেই ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
3/7
পাউডারের সঙ্গে ওভারিয়ান ক্যান্সারের সরাসরি যোগ রয়েছে। বেশিরভাগ নামি ব্র্যান্ডের পাউডারে প্রচুর মাত্রায় স্টার্চ থাকে। যা শরীরে বিভিন্ন অংশ জমতে জমতে সংক্রমণের আশঙ্কা বাড়িয়ে দেয়।
advertisement
4/7
গবেষণা বলছে, পাউডারের যে ছোট ছোট উপাদান আমরা নাক-মুখের মধ্যে দিয়ে শরীরের ভিতরে গ্রহণ করি তা মারাত্মক ক্ষতিকর। এ গুলি কার্সিনোজেনিক। ওভারিয়ান এবং লাং ক্যানসার হতে পারে এর থেকে।
advertisement
5/7
ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনও বলছে ট্যাল্কে উপস্থিত অ্যাসবেসটস আমাদের শরীরে ঢুকে ইনফ্লামেশন তৈরি করে। যার ফলে ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায়। অ্যাসবেসটস মুক্ত কোনও ট্যাল্ক ব্যবহার করলে এই ভয় থাকে না।
advertisement
6/7
অনেক মহিলারাই আছেন, যাঁরা জেনিটাল পার্টে পাউডার দেন। অনেকের ধারণা পাউডার যে কোনও সংক্রমণ থেকে রক্ষা করে, পাশাপাশি দুর্গন্ধ দূর করে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা । সংক্রমণ রোধে পাউডারের বিশেষ ভূমিকা নেই। বরং এটা দেখা গিয়েছে, যে মহিলারা গোপনাঙ্গে পাউডার ব্যবহার করেন তাঁদের ৪৪ শতাংশই ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
advertisement
7/7
শুধু তাই নয়, গবেষণায় দেখা গিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে পাউডার ব্যবহার করাও একেবারেই সুরক্ষিত নয় । এ ক্ষেত্রে অনেকের মধ্যে মারাত্মক শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যা দেখা দিয়েছে পরবর্তীকালে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: গরমে গাদা গাদা পাউডার ঢালছেন গায়ে? এই ভুলের খেসারত চরম! ক্যানসার অবধি হতে পারে