Health Tips: বাড়ির সামনের গাছেই ফোটে ‘এই’ ফুল বলে অবহেলা করেন, বসন্তকালে এই ফুল খান, কাছে ঘেঁষবে না খারাপ রোগ
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Health Tips: বসন্তে ফুটছে রোগ প্রতিষেধক এই ফুল, প্রতিদিন রাখুন পাতে
advertisement
1/6

বসন্তের আগমনের সুর বাজছে চারিদিকে। আর ফুটতে শুরু করেছে সজনে ফুল। কিন্তু জানেন কি এই ফুল একাধিক রোগের প্রতিষেধক।
advertisement
2/6
এই ফুলে রয়েছে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করার বিশেষ ক্ষমতা। বুক ও গলায় সংক্রমণ হলে এই ফুল খেতে পারেন।
advertisement
3/6
এতে রয়েছে ভিটামিন এ, বি ১, বি ৩ ও সি। এছাড়াও আছে ক্যালসিয়াম, আয়রণ ফসফরাস, ম্যাগনেশিয়াম। ঠান্ডা লাগলেও কাজে দেয় এই ফুল।
advertisement
4/6
বলা হয় সজনে ফুল বসন্ত রোগের প্রতিষেধক। এছাড়াও এই ফুলে মেলে প্রোটিন। যা শরীরের খুব উপকারী।
advertisement
5/6
সজনে ফুল ভেজে খেতে বেশিরভাগ মানুষ পছন্দ করেন, তবে আপনি চাইলে বড়া অথবা চচ্চড়ি বানিয়ে খেতে পারেন।
advertisement
6/6
বছরের সব সময় পাওয়া যায়না এই ফুল। সেজন্য এখনই বাজার থেকে এই ফুল কিনে আনুন এবং আপনার পছন্দ মত পদ বানিয়ে অবশ্যই খান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: বাড়ির সামনের গাছেই ফোটে ‘এই’ ফুল বলে অবহেলা করেন, বসন্তকালে এই ফুল খান, কাছে ঘেঁষবে না খারাপ রোগ