Health Tips-Milk: গরম দুধে হলুদ নয়, মিশিয়ে নিন এই দুই উপাদান! রাতে খেলেই শরীর চনমনে! রোগ মুক্তি!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Health Tips-Milk: রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধে মিশিয়ে নিন এই দুই উপাদান! বদলে যাবে জীবন! জানুন চিকিৎসকের মত
advertisement
1/7

অনেকেই হালকা গরম দুধে এক চিমটে হলুদ মিশিয়ে পান করে থাকেন। সাধারণ ঠান্ডা লাগা, জ্বর, সর্দিকাশি কিংবা ব্যথাবেদনা উপশমে ঘরোয়া টোটকা হিসাবে এই পানীয় দারুণ উপকারী।
advertisement
2/7
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক অসীম শর্মা জানান, দুধের মধ্যে ক্যালশিয়াম থাকে। সেই সঙ্গে যদি আদা এবং দারচিনির অ্যান্টি-অক্সিড্যান্ট মেশে তবে তার গুণ অনেকটাই বৃদ্ধি পায়।
advertisement
3/7
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, বিপাকহার ভাল রাখতে এবং অনিদ্রা সমস্যা দূর করতে হালকা গরম দুধে এক টুকরো আদা এবং এক চিমটে দারচিনি মিশিয়ে খাওয়া ভাল।
advertisement
4/7
আদা এবং দারচিনির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে। যেগুলি মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে দারুণ ভাবে সাহায্য করে থাকে। ফলে স্নায়ুর উত্তেজনাও কমায় এটি।
advertisement
5/7
আদায় রয়েছে ‘জিঞ্জেরল’ নামক একটি উপকারী উপাদান। যা খাবার পরিপাকে বিশেষ ভাবে সাহায্য করে থাকে। অন্ত্রে প্রদাহজনিত কষ্টও নিরাময় হয় এই ভাবে দুধ পান করলে।
advertisement
6/7
রোগ প্রতিরোধ ক্ষমতা জোরালো করতে প্রয়োজন অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার বা পানীয়। তাই আদা এবং দারচিনি গরম দুধে মিশিয়ে খেলে আরও ভাল কাজ হয়।
advertisement
7/7
ঘুমোতে যাওয়ার আগে এই দুধে চুমুক দিলে মধ্যরাতে হঠাৎ মিষ্টি খাওয়ার প্রবণতা আটকানো সম্ভব। যা রক্তে বেড়ে যাওয়া শর্করা এবং ওজন দু’টিকেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips-Milk: গরম দুধে হলুদ নয়, মিশিয়ে নিন এই দুই উপাদান! রাতে খেলেই শরীর চনমনে! রোগ মুক্তি!