Health Tips: আপনার কি ঠোঁটের রং বদলে যাচ্ছে? মারাত্মক রোগের শিকার হওয়ার আগে জানুন কোন রঙে কীসের ইঙ্গিত
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Health Tips: প্রাথমিক ভাবে রোগ নির্ণয় করতে গেলে রোগীর জিভ দেখা হয়। কিন্তু ঠোঁটের দিকে খুব একটা কারওর নজর যায় না। আর সেখানেই লুকিয়ে সব উত্তর। জানুন
advertisement
1/6

অনেকেই বলে থাকেন, মুখ দেখে মানুষ চেনা যায়। তবে মুখ দেখে চেনা যাক বা না যাক, ঠোঁট কিন্তু জানান দিতে পারে স্বাস্থ্যের অবস্থা। সাধারণ ভাবেই ঠোঁটের রঙ গোলাপি হয় যা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয়।
advertisement
2/6
চিকিৎসকরা প্রাথমিক ভাবে রোগ নির্ণয় করতে গেলে রোগীর জিভ দেখেন। কিন্তু ঠোঁটের দিকে খুব একটা কারওর নজর যায় না। আর এই ঠোঁটের রং দেখেই যে শরীরে লুকিয়ে থাকা নানা রোগের লক্ষণ বোঝা সম্ভব।
advertisement
3/6
চিকিৎসক সাহেব আলি জানান, অতিরিক্ত ধূমপান করলে অনেক সময় ঠোঁটে কালচে ছোপ পড়ে। দাঁত, মাড়ির সমস্যা হলেও ঠোঁট কালো হয়ে যায়।
advertisement
4/6
অনেকেরই আবার সাদা বা ফ্যাকাশে ঠোঁট দেখা যায়। ঠোঁটের রং যদি সাদা বা ফ্যাকাশে ধরনের হয়, সেক্ষেত্রে তা রক্তাল্পতার লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।
advertisement
5/6
যদি কারও ঠোঁটের রং ফিকে বেগুনি বা সবুজ হয়ে যায়, তাহলে সেটি হৃদ বা ফুসফুসের কোনও সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
advertisement
6/6
লিভার দুর্বল হতে শুরু করলে ঠোঁটের রং লাল হতে শুরু করে। এছাড়া কিছু অ্যালার্জির কারণেও ঠোঁট লাল হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: আপনার কি ঠোঁটের রং বদলে যাচ্ছে? মারাত্মক রোগের শিকার হওয়ার আগে জানুন কোন রঙে কীসের ইঙ্গিত