Health Tips:কুমড়োর বীজ ভুলেও ফেলবেন না, ওজন থেকে কোষ্ঠকাঠিন্য কমায়, আর যা যা গুণ আছে জানলে চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
কুমড়োর বীজ ফেলে দিচ্ছেন? বড় ভুল করছেন। কুমড়োর বীজের গুণ জানলে চমকে যাবেন
advertisement
1/5

কুমড়োর বীজ ফেলে দিচ্ছেন? বড় ভুল করছেন। এই বীজ ওজন কমাতে সাহায্য করে। আশঁ জাতীয় খাবার বলে হজমেও সময় লাগে। ফলে ঘনঘন খিদে পায় না, ওজন কমে ঝটপট
advertisement
2/5
ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি অ্যালার্জির সমস্যাও দূর করতে পারে কুমড়োর বীজ। এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটায়।
advertisement
3/5
প্রতি ১০০ গ্রাম কুমড়োর বীজে প্রায় ৫৬০ ক্যালোরি পাওয়া যায়। নিয়মিত মিষ্টি কুমড়োর বীজ খেলে হৃদযন্ত্র ভাল থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওজন কমে, চুল ও ত্বক ভাল থাকে
advertisement
4/5
পেশির জ্বালাপোড়ার অনুভূতি কমানোর ক্ষমতা আছে মিষ্টি কুমড়োর বীজের। এছাড়া বাতের ব্যথা কমাতে এবং হাড়ের অস্থিসন্ধির ব্যথা কমাতে কুমড়োর বীজের তেল উপকারী।
advertisement
5/5
যদি ঘুমের সমস্যায় দীর্ঘদিন ভোগেন তবে কুমড়ার বীজ কাজে আসবে। কুমড়োর বীজে থাকে সেরোটোনিন। এই উপাদান সহজেই অনিদ্রা দূর করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips:কুমড়োর বীজ ভুলেও ফেলবেন না, ওজন থেকে কোষ্ঠকাঠিন্য কমায়, আর যা যা গুণ আছে জানলে চমকে যাবেন