TRENDING:

Kalakand Recipe: লোহার কড়াইয়ে ফুটন্ত ঘন দুধে কেশরের পাক...আদি কালাকাঁদের অপার্থিব স্বাদে মজেছেন খাদ্যরসিকরা

Last Updated:

Kalakand Recipe:কারিগররা আলওয়ার থেকে এই পদ্ধতিটি শিখেছেন, যাতে রামপুরে মানুষ একই খাঁটি স্বাদ উপভোগ করতে পারেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঙালির মিষ্টির ঐতিহ্য সুপ্রাচীন এবং সুবিশাল। শুধু সন্দেশই তো কত রকমের হয়ে থাকে। তৈরি করার সময়ে শুধু এক রকমের হলেও এখন রসগোল্লারও প্রকারভেদ দেখা যায় দোকানে দোকানে। তবে এই ধরনের সাবেকি বাঙালি মিষ্টি তৈরি সহজ কথা নয়। তাই বাড়িতে নিজে হাতে মিষ্টি বানাতে চাইলে কালাকাঁদের রেসিপি ট্রাই করে দেখা যেতে পারে।
AI Generated Image
AI Generated Image
advertisement

মিষ্টির কথা উঠলে কালাকাঁদের প্রসঙ্গ কোনও মতেই বাদ দেওয়া যাবে না। রামপুরে যেমন তিনটি সুস্বাদু ধরনের কালাকাঁদ এখন একই দোকানে পাওয়া যায়: স্থানীয় কালাকাঁদ, কেসর কালাকাঁদ এবং শাহি কালাকাঁদ। বিশেষ বিষয় হল, তিনটির রেসিপি সরাসরি রাজস্থানের আলওয়ার থেকে আনা হয়েছে, যা তার শাহি কালাকাঁদের জন্য বিখ্যাত। সেখানকার কারিগররা আলওয়ার থেকে এই পদ্ধতিটি শিখেছেন, যাতে রামপুরে মানুষ একই খাঁটি স্বাদ উপভোগ করতে পারেন।

advertisement

স্থানীয় কালাকাঁদের দাম প্রতি কেজি ৪৮০ টাকা, কেশর কালাকাঁদ ৫২০ টাকা প্রতি কেজি এবং শাহি কালাকাঁদ ৫৪০ টাকা প্রতি কেজি। তিনটি তৈরিতেই বিশুদ্ধ দুধ ব্যবহার করা হয়, যা পরাগ এবং মাদার ডেয়ারি থেকে আনা হয়। দুধের গুণমান এবং স্বাদ নিয়ে কোনও আপোস করা হয় নায়, যাতে মিষ্টির স্বাদ খাঁটি এবং বিশুদ্ধ থাকে।

advertisement

আরও পড়ুন : নিমেষে বানান লাড্ডু! ব্লাড সুগারের রোগীরাও খান নিশ্চিন্তে! রইল রেসিপি

আলওয়ারের বাসিন্দা রমেশ ভার্গব ব্যাখ্যা করেন যে, তিনি রামপুরে ডাকঘরের সামনে একটি ছোট দোকান খুলেছেন এবং এখানে আলওয়ারের বিখ্যাত কালাকাঁদ তৈরি করছেন। তাঁরা দুধ ফোটানোর জন্য একটি বিশেষ লোহার প্যান ব্যবহার করেন। এই প্যানটি দুধ আটকে যাওয়া থেকে রক্ষা করে, এর স্বাদ বাড়ায়। কম আঁচে দুধ ঘন করা হয়, তারপর দেশি কন্দ (স্থানীয় চিনি) যোগ করা হয়। শাহি কালাকাঁদে বিশেষ ময়দা ব্যবহার করা হয়, যার দাম প্রতি কেজি ৬০০ টাকা। কেশর কালাকাঁদে খাঁটি জাফরান মিশ্রিত করা হয়, যা এর রঙ এবং সুগন্ধ উভয়ই বাড়ায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিনটি কালাকাঁদেরই নিজস্ব বিশেষত্ব রয়েছে। স্থানীয় কালাকাঁদ তৈরি করতে সহজ কিন্তু অত্যন্ত সুস্বাদু। শাহি কালাকাঁদের স্বাদ ক্রিমি এবং ভারী, অন্য দিকে, কেশর কালাকাঁদের সুবাস পুরো দোকান জুড়ে ছড়িয়ে পড়ে। তিনটিরই মুখে গলে যাওয়া স্বাদ সকলকে প্রেমে পড়তে বাধ্য করে। উৎসবের মরশুমে চাহিদা বেড়ে যায়। অনেক গ্রাহক তাজা, খাঁটি কালাকাঁদ খেতে আগে থেকে অর্ডার দিয়ে রাখেন। দোকানদার ব্যাখ্যা করেন যে, “আমাদের লক্ষ্য হল এখানে বসেই মানুষকে আলওয়ারের আসল স্বাদ উপভোগ করানো।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kalakand Recipe: লোহার কড়াইয়ে ফুটন্ত ঘন দুধে কেশরের পাক...আদি কালাকাঁদের অপার্থিব স্বাদে মজেছেন খাদ্যরসিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল