Health Tips: টানা এক সপ্তাহ পাতিলেবুর রস খেয়ে দেখুন, ফল দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
লেবুর গুণ বলে শেষ কর যায় না। ৭দিন পাতিলেবুর রস খেয়ে দেখুন, চমকে যাবেন
advertisement
1/6

সকালে খালি পেটে হালকা গরম জলে মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে খান অনেকেই। এতে যেমন ওজন কমাতে সাহায্য করে তেমনি শরীরকে ডিটক্স-ও করে।
advertisement
2/6
পুষ্টিবিদ-চিকিৎসক দিব্যা নাজ জানান, শুধু ওজন কমাতে কিংবা ডিটক্স করতেই নয়, লেবু খাওয়ার আরও অনেক উপকারিতা আছে
advertisement
3/6
লেবুর মধ্যে রয়েছে ভিটামিন-সির ভাণ্ডার যা বিপাকহার বাড়িয়ে তোলে। মেটাবলিজম ভাল হলে ঝটপট ওজন কমে।
advertisement
4/6
লেবুর মধ্যে রয়েছে ‘পেকটিন’ নামক এক ধরনের ফাইবার যা ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা রুখে দিতে পারে খুব সহজেই। ফলে ভারী খাবার খাওয়ার পর খিদে পাওয়ার প্রবণতা কমায়।
advertisement
5/6
লেবুর মধ্যে থাকা অ্যাসিড হজমে সহায়ক উৎসেচক ক্ষরণে সহায়তা করে। এছাড়া উষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খেলে মিষ্টি খাওয়ার প্রবণতা কমে। রক্তে শর্করার সমতাও বজায় থাকে খুব সহজেই।
advertisement
6/6
শরীর জলশূন্য হয়ে গেলে নানা রকম সমস্যা দেখা দেয় শরীরের মধ্যে। ওজন ঝরানো, আর্দ্রতা বজায় রাখা এবং শরীরে জলের অভাব পূরণ করতে পারে লেবুর রস।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: টানা এক সপ্তাহ পাতিলেবুর রস খেয়ে দেখুন, ফল দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না