Health Tips: পুজোয় দেদার চলবে খানাপিনা, মিষ্টিও খাবেন! মিষ্টির ক্যালোরি ঝরাতে কতটা হাঁটা জরুরি? রইল চিকিৎসকের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Health Tips: সামনেই দুর্গাপুজো। পুজোতে চলবে দেদার খানাপিনা। মিষ্টিমুখ। একটা-দুটো মিষ্টি তো খেয়েই ফেলি আমরা, কীভাবে মিষ্টির ক্যালোরি ঝরাবেন জানুন...
advertisement
1/7

ওজন কমানোর খাতিরে লোভনীয় গোলাপ জাম খাওয়া থেকে নিজেকে আটকে তো রাখেন, কিন্তু তাই বলে সব সময় কি সেটা সম্ভব হয়? বিয়েবাড়ি, অনুষ্ঠান, বন্ধুর বাড়িতে আড্ডার মাঝে একটা-দুটো মিষ্টি তো খেয়েই ফেলি আমরা সবাই। সামনেই দুর্গাপুজো। পুজোতে চলবে দেদার খানাপিনা। মিষ্টিমুখ।
advertisement
2/7
চিকিৎসকেরা বলছেন, ইচ্ছে হলে খান, তবে এর পরে কিছুটা কসরতও করে নিন। বেশি নয়। দুটো গোলাপ জামের ক্যালোরি পোড়াতে কিছুটা হাঁটাহাঁটি করলেই হবে।
advertisement
3/7
জিমে যাওয়ার সময় যাঁদের নেই, অথবা ট্রেডমিলে দৌড়তে আলস্য লাগে, তাঁদের জন্য প্রাতঃভ্রমণ আদর্শ। হৃদরোগের চিকিৎসক সুধীর কুমার জানাচ্ছেন, সকালে তাজা হাওয়ায় যদি খালি পায়ে ঘাসের উপর হাঁটা যায়, তা হলে তার থেকে ভাল ব্যায়াম আর কিছু হয় না।
advertisement
4/7
আসলে হাঁটার উপকারিতা এতটাই যে, শুধু হেঁটেই দূরে রাখা যায় বিভিন্ন অসুখবিসুখ। শুরুতে ১০ মিনিট টানা হাঁটার চেষ্টা করুন। তার পর সময় বাড়ান ধীরে ধীরে, শরীর বুঝে।
advertisement
5/7
১০ মিনিট থেকে ১৫ মিনিট, তার পর ২০ মিনিট, শরীর ঝরঝরে লাগতে শুরু করলে ৩০ মিনিট।
advertisement
6/7
চিকিৎসকের মতে, যদি দুটো গোলাপ জামের ক্যালোরি ঝরাতে হয়, তা হলে অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা হাঁটতেই হবে। শুরুটা ধীর পায়ে শুরু করবেন, তার পর হাঁটার গতি বাড়াতে হবে।
advertisement
7/7
একটা গোলাপ জামে কম করেও ১৫০ থেকে ২০০ ক্যালোরি থাকে। তার মানে সেই হিসেবে দুটো গোলাপ জাম মানেই ৩০০ থেকে ৪০০ ক্যালোরি। যদি ৩০ মিনিট জোরে জোরে হাঁটা যায় তা হলে ২০০ থেকে ৩০০ ক্যালোরি পুড়বেই। আর যদি ১ ঘণ্টা হাঁটা যায়, তা হলে উপকার বেশি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: পুজোয় দেদার চলবে খানাপিনা, মিষ্টিও খাবেন! মিষ্টির ক্যালোরি ঝরাতে কতটা হাঁটা জরুরি? রইল চিকিৎসকের পরামর্শ