Health Benefit: নারকেলে লুকিয়ে গুণের খাজানা! কোলেস্টোরেল বাগে রাখা থেকে এনার্জির ভাণ্ডার রোজ রাখুন পাতে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
Health Tips: এক টুকরো নারকেল দশটি মারাত্মক রোগের নিরাময়! রাখুন পাতে
advertisement
1/6

নারকেল খেতে কে না পছন্দ করে। নারকেলের জল ও শাঁসের স্বাস্থ্য উপকারিতা অনেক। এছাড়াও নারকেলের দুধ ও তেল পুষ্টিগুণে ভরপুর।
advertisement
2/6
মিষ্টান্ন খাবার তৈরিতে নারকেলের বিকল্প নেই। জানলে অবাক হবেন, নারকেল খেলে সারে বিভিন্ন রোগ। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এমনটাই জানাচ্ছেন ডক্টর জে এন হালদার
advertisement
3/6
এছাড়াও ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ৬ ও বি ১২ আছে। জেনে নিন নারকেল খেলে সারবে যেসব রোগ
advertisement
4/6
নারকেলে বেশি ক্যালোরি থাকায় তা দ্রুত শরীরে শক্তি যোগায়। তাই কাজের মাঝে ক্লান্তি আসলে বা হালকা খিদে পেলে নারকেল খেলে তাৎক্ষণিক এনার্জি বাড়বে।
advertisement
5/6
হৃদযন্ত্র ভালো রাখে নারকেল। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে হৃদরোগের সমস্যা দূর করে। নারকেলে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। যা কোলেস্টেরল বাড়ায় না বরং আথেরোসক্লেরোসিসের ঝুঁকি কমিয়ে হার্ট ভালো রাখতে সহায়তা করে।
advertisement
6/6
নিয়মিত নারকেল খাওয়া ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে অনেক ফাইবার থাকে। যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। তবে অতিরিক্ত নারকেল খেলে আবার ওজন বাড়তেও পারে। কারণ এতে স্যাচুরেটেড ফ্যাট থাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefit: নারকেলে লুকিয়ে গুণের খাজানা! কোলেস্টোরেল বাগে রাখা থেকে এনার্জির ভাণ্ডার রোজ রাখুন পাতে