Black Spot at Back: গলার কালো দাগ কি শুধু ময়লা? চিকিৎসকদের মতে হতে পারে শরীরের গুরুতর সতর্ক সংকেত
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Black Spot at Back: অনেকেই গলার পিছনে বা ঘাড়ে গাঢ় বা টানটান কালোচে চামড়াকে ময়লা বা অপরিচ্ছন্নতার কারণে মনে করেন এবং বারবার ঘষে বা ধুয়ে ফেলতে চান। কিন্তু চিকিৎসকরা এখন বলছেন, এই ধরনের ডার্ক স্কিন কোন সাধারণ দাগ নয়, বরং শরীরের মধ্যে চলমান গুরুতর স্বাস্থ্য সমস্যার সতর্ক বার্তা হয়ে থাকতে পারে।
advertisement
1/7

অনেকেই গলার পিছনে বা ঘাড়ে গাঢ় বা টানটান কালোচে চামড়াকে ময়লা বা অপরিচ্ছন্নতার কারণে মনে করেন এবং বারবার ঘষে বা ধুয়ে ফেলতে চান। কিন্তু চিকিৎসকরা এখন বলছেন, এই ধরনের ডার্ক স্কিন কোন সাধারণ দাগ নয়, বরং শরীরের মধ্যে চলমান গুরুতর স্বাস্থ্য সমস্যার সতর্ক বার্তা হয়ে থাকতে পারে।
advertisement
2/7
চর্মবিশেষজ্ঞদের মতে, গলার পিছনে, ঘাড়ের সন্নিহিত অংশে অথবা বাহুর ভাঁজে গাঢ়, =কালো দাগ তৈরি হওয়া একটি শর্ত — যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় Acanthosis Nigricans।
advertisement
3/7
ডার্ক স্কিন সাধারণ ময়লা নয়এই অবস্থায় চামড়ার রঙের পরিবর্তন সাধারণ ময়লার কারণে হয় না এবং স্ক্রাব বা হালকা পরিষ্কারের মাধ্যমে দূর হবে বলে আশা করা ঠিক নয়। বরং এটি ত্বক ঘন ও গাঢ় হয়ে যাওয়ার একটি চিকিৎসাগত লক্ষণ, যা অনেক ক্ষেত্রে শরীরের অভ্যন্তরীণ সমস্যার ইঙ্গিত হতে পারে।
advertisement
4/7
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে সাধারণ কারণগুলোর মধ্যে রয়েছে ইনসুলিন প্রতিরোধক্ষমতা (insulin resistance) — যেখানে শরীর গ্লুকোজ নিয়ন্ত্রণে ইনসুলিনকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না এবং ফলস্বরূপ রক্তে উচ্চ ইনসুলিনের মাত্রা থেকে এই ত্বক পরিবর্তন দেখা যায়। এটি আগে থেকেই ডায়াবেটিস বা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকির শুরুর বার্তা হিসেবেও বিবেচিত হয়।
advertisement
5/7
তবে, শুধুমাত্র ডায়াবেটিস নয়; ওজন বৃদ্ধি, হরমোনের ভারসাম্যহীনতা, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (PCOS), কুশিং সিন্ড্রোম, এমনকী কিছু বিরল ক্যানসারের ক্ষেত্রেও এই অবস্থার দেখা মিলতে পারে।
advertisement
6/7
বিশেষজ্ঞরা বলছেন, গলার দাগ হঠাৎ বা দ্রুত বৃদ্ধি পেলে বা সঙ্গে কোন ঘা, চুলকানি, বা ভিন্ন ধরনের অন্যান্য লক্ষণ থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
7/7
চিকিৎসার ক্ষেত্রে সাধারণত মূল লক্ষণ যা তৈরি করছে তা — যেমন ইনসুলিন প্রতিরোধক্ষমতা বা হরমোনজনিত সমস্যা — সেই মূল কারণটি নিয়ন্ত্রণ করেই চিকিৎসা করা হয়। কেবলমাত্র ত্বকের ডাগগুলোকে ফেসিয়াল বা স্কিন প্রোডাক্ট দিয়ে মুছতে চাইলে তা দীর্ঘমেয়াদি সমাধান নয়, বলে ডাক্তাররা জানাচ্ছেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Black Spot at Back: গলার কালো দাগ কি শুধু ময়লা? চিকিৎসকদের মতে হতে পারে শরীরের গুরুতর সতর্ক সংকেত