Covid 19 and Influenza: শহরজুড়ে যেন জ্বরের মরসুম, কী করে বুঝবেন করোনা নাকি সাধারণ সর্দি-জ্বর?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
তবে এরই সঙ্গে পাল্লা দিয়েছে সাধারণ জ্বর-সর্দি-কাশি। (Covid 19 Vs Influenza)
advertisement
1/7

দেশ এবং রাজ্যেও ক্রমাগত বাড়তে শুরু করেছে করোনাভাইরাস। ফের আক্রান্তের খোঁজ মিলছে ঘরে ঘরে। তবে এরই সঙ্গে পাল্লা দিয়েছে সাধারণ জ্বর-সর্দি-কাশি। (Covid 19 and Influenza)
advertisement
2/7
আবহাওয়ার খামখেয়ালিপনার কারণেই ঘরে ঘরে জ্বরের রোগী ভরে যাচ্ছে। কী ভাবে বুঝবেন আপনার করোনা হল নাকি সাধারণ জ্বর? রইল টিপস...
advertisement
3/7
রাজ্য বা দেশে পজিটিভিটির হার বেশি থাকার অর্থ শতকরা যত জন কোভিড পরীক্ষা করছেন তার মধ্যে একটা বড় অংশ কোভিড আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে এই হার উচ্চ থাকার অর্থ কোভিড আক্রান্ত হয়েও অপরীক্ষিত থেকে যাচ্ছেন অনেকে।
advertisement
4/7
চিকিৎসকেরা বলছেন, করোনা আক্রান্ত হলে প্রথম ১০ দিনে ১০৪ ডিগ্রি জ্বর থাকবে। কারণ এই ভাইরাসের প্রকোপ মানবদেহে ১০ দিন জারি থাকে। আর সঙ্গে শুকনো কাশি।
advertisement
5/7
যেটা ভাইরাল জ্বর বা সাধারণ ফ্লু, অর্থাৎ ঋতু পরিবর্তনের জেরে হয়ে থাকে, সেটায় জ্বরের সঙ্গে সর্দি, নাক বন্ধ, গলা খুশখুশ হয়। কিন্তু করোনাতে নাক বন্ধ কিংবা সর্দির লক্ষ্মণ দেখা যায় ন। এই ভাইরাস সোজা শ্বাসযন্ত্রকে আক্রমণ করে, তাই শুকনো কাশির সঙ্গে ১০৪ ডিগ্রি জ্বর শরীরকে দুর্বল করে তোলে।
advertisement
6/7
বিশেষজ্ঞরা কিন্তু সতর্ক করছেন, সাধারণ জ্বর সর্দি কাশি থেকে কেবল উপসর্গের ভিত্তিতে কোভিডকে আলাদা ভাবে শনাক্ত করা অত্যন্ত কঠিন, ক্ষেত্র বিশেষে কার্যত অসম্ভব। ফলে জ্বর-সর্দি-কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন এই সময়।
advertisement
7/7
চিকিৎসকদের মতে যেহেতু এখন কার্যত ঘরে ঘরেই কোভিড সংক্রমণ দেখা যাচ্ছে তাই উপসর্গ মিলিয়ে ইনফ্লুয়েঞ্জা না কোভিড তা যাচাই করা অর্থ হীন। বরং কোভিড হয়েছে ধরে নিয়েই করতে হবে পরীক্ষা। পরীক্ষায় নেগেটিভ এলে তবেই প্রমাণিত হবে কোভিড নয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Covid 19 and Influenza: শহরজুড়ে যেন জ্বরের মরসুম, কী করে বুঝবেন করোনা নাকি সাধারণ সর্দি-জ্বর?