শুধু জ্বর-সর্দি-কাশি-গলা ব্যাথাই নয়, এই উপসর্গগুলোও হতে পারে করোনার লক্ষণ--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
জেনে নিন কী সেই উপসর্গগুলো ?
advertisement
1/5

শুধু জ্বর, সর্দি কাশি, গলা ব্যাথা, শ্বাসকষ্ট-ই নয়,এবার করোনা সংক্রমণের আরও কিছু উপসর্গের কথা জানতে পারলেন বিশেষজ্ঞরা। কী সেই উপসর্গগুলো ?
advertisement
2/5
হজম শক্তি কমে যাওয়া: করোনা সংক্রামিত অনেকের শরীরেই এই উপসর্গই পাওয়া যাচ্ছে। চীনে এরকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অনেক রোগীদের শরীরেই মিলেছিল করোনা ভাইরাস।
advertisement
3/5
স্বাদ ও ঘ্রাণ শক্তি লোপ পাওয়া: বর্তমানে একাধিক রোগী এই উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর তাঁদের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়তে শুরু করেছে। মূলত আমেরিকায় এইরকম উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হয়েছেন।
advertisement
4/5
চোখের রং পরিবর্তন: ১-৩% করোনা আক্রান্তের চোখ গোলাপী হয়ে উঠেছে।
advertisement
5/5
মাথা ব্যাথা: সর্দি কাশি জ্বরের মত উপসর্গের সঙ্গে সঙ্গে অনেক করোনা আক্রান্তের মাথায় ব্যাথা দেকা যাচ্ছে। তবে জ্বর থাকায় এটাকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যাচ্ছেন অনেকেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
শুধু জ্বর-সর্দি-কাশি-গলা ব্যাথাই নয়, এই উপসর্গগুলোও হতে পারে করোনার লক্ষণ--