হাতই বন্ধু ! করোনা থেকে বাঁচতে সঙ্গমের বদলে হস্তমৈথুনের পরামর্শ ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ট্যুইটে মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যৌন সঙ্গম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
1/5

সারা বিশ্বে পরতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস। তাই এই সময় মানুষকে গৃহবন্দি করে ভাইরাসের মোকাবিলা করা হচ্ছে ! কিন্তু ঘরে থাকলেও আপনাকে আপনার পার্টনারের থেকে দূরত্ব মেনে চলতে হবে ! যৌনতা এই সময় একেবারেই না ! photo source collected
advertisement
2/5
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে, মানুষকে সচেতন করতে বিভিন্ন উপায়ে প্রচার চালানো হচ্ছে। তেমনই একটি সরকারি সচেতনতা মূলক প্রচার নজর কেড়েছে নেট দুনিয়ায়। photo source collected
advertisement
3/5
সম্প্রতি ‘দ্য নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন’ (The New York City Department of Health and Mental Hygiene) এর পক্ষ থেকে একটি ট্যুইট করা হয়েছে তাদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে। photo source collected
advertisement
4/5
ট্যুইটে মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে যৌন সঙ্গম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।photo source collected
advertisement
5/5
যৌন সঙ্গমের পরিবর্তে হস্তমৈথুনের পরামর্শ দেওয়ার হয়েছে এই। লেখা হয়েছে ‘আপনার সুরক্ষিত যৌন সঙ্গী হল আপনার হাত। হস্তমৈথুনে ছড়াবে না করোনা ভাইরাস। এই পোস্ট এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
হাতই বন্ধু ! করোনা থেকে বাঁচতে সঙ্গমের বদলে হস্তমৈথুনের পরামর্শ ! দেখুন ছবি