TRENDING:

বাড়িতেই কী ভাবে মাস্ক বানালে করোনা থেকে বাঁচা যায়? পদ্ধতি বললেন ডাক্তার, জেনে নিন

Last Updated:
দুটি কাপড় একসঙ্গে রেখে সেলাই করুন৷ তারপর একটি সাইড ভাঁজ করুন৷ উপরের দিকে ইলাস্টিক রাবার ব্যান্ড লাগান৷ তারপর তা সেলাই করে নিন ধার বরাবর৷ অন্য সাইডেও একই ভাবে সেলাই করুন৷
advertisement
1/7
বাড়িতেই কী ভাবে মাস্ক বানালে করোনা থেকে বাঁচা যায়? পদ্ধতি বললেন ডাক্তার...
করোনা ভাইরাস ঠেকাতে বাড়িতে থাকতে হবে৷ এটাই একমাত্র পন্থা৷ কিন্তু তা সত্ত্বেও জরুরি কাজে বা কিছু কিনতে মাঝেমাঝে বেরতেই হচ্ছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবারই বলছে, বেরলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন৷ কিন্তু মাস্ক কই? ভারতে মাস্কের হাহাকার৷ বাজার তৌ দূর, ই-কমার্স সাইটগুলিতেও মাস্ক নেই৷ তা হলে উপায়?
advertisement
2/7
এমনকী কোথাও কোথাও মাস্ক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলেও খবর৷ বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে N95 মাস্ক অত্যন্ত জরুরি৷ কারণ, সার্জিক্যাল মাস্ক ও রেসপিরেটর রাখতে হবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য৷ যাঁদের সবচেয়ে বেশি ঝুঁকি৷ এহেন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন মাস্ক৷
advertisement
3/7
বিশেষজ্ঞরা বলছেন, বাড়িতে বানানো মাস্ক ঠিকমতো বানাতে পারলে কাজ দেবে৷ N95 মাস্কের এই আকালে বাড়িতে বসেই এমন মাস্ক বানানো যায়, যা আপনাকে ভাইরাসের হাত থেকে অনেকটাই রুখে দেবে৷
advertisement
4/7
বাড়িতে কী ভাবে বানাবেন ভালো মাস্ক? চিকিত্‍সক শাওন নাসেরি জানাচ্ছেন, বাড়িতে মাস্ক বানালে, আউটার লেয়ার সিল্কি, মিডল লেয়ার একটু মোটা রাখতে হবে৷ নাইলন বা তুলো দিয়ে টাইট করে বুনে ফেলুন৷ তারপর খানিকটা তুলো ভিতরে ভরে দিতে পারেন৷ প্রথমে একটু বড় সাইজে সুতির কাপড় দুটো নিন, মুখ ও নাক ঢাকার মতো৷ একটু শক্ত হয় যেন৷
advertisement
5/7
তারপর দুটি কাপড় একসঙ্গে রেখে সেলাই করুন৷ তারপর একটি সাইড ভাঁজ করুন৷ উপরের দিকে ইলাস্টিক রাবার ব্যান্ড লাগান৷ তারপর তা সেলাই করে নিন ধার বরাবর৷ অন্য সাইডেও একই ভাবে সেলাই করুন৷
advertisement
6/7
দুটি কাপড়ের মাঝে চাইলে অল্প তুলো ভরতে পারেন৷ তারপরও সেলাই করতে পারেন৷ তা হলে আরও ভালো৷
advertisement
7/7
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাড়িতেই কী ভাবে মাস্ক বানালে করোনা থেকে বাঁচা যায়? পদ্ধতি বললেন ডাক্তার, জেনে নিন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল