Haircare With Milk: মজবুত, লম্বা চুল পেতে হলে ভরসা রাখুন কাঁচা দুধে! জানুন ব্যবহারের পদ্ধতি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Haircare With Milk: চুল পড়ে যাওয়া থেকে শুরু করে নতুন চুল গজানো! সব কিছুর সমাধান করবে কাঁচা দুধ! জানুন
advertisement
1/5

চুলের সমস্যা আমাদের কমবেশি সকলের আছে! চুল পড়ে যাওয়া, ডগা ফাটা, ফ্রিজি হেয়ার, শুষ্ক চুল, স্ক্যাল্পে সমস্যা! কিন্তু জানেন কী এই সব সমস্যা থেকে মুক্তি দিতে পারে কাঁচা দুধ! জানতে হবে ব্যবহারের পদ্ধতি! photo source collected
advertisement
2/5
চুলে দুধ ব্যবহার করলে চুল নরম এবং শক্ত হয়! চুল ওঠা কমে যায়! তার জন্য কয়েকটি ব্যবহারের পদ্ধতি আছে! photo source collected
advertisement
3/5
চুলে কন্ডিশনারের বদলে কাঁচা দুধ ব্যবহার করুন। শ্যাম্পু করার পর কাঁচা দুধ নিয়ে চুলের গোড়া থেকে শুরু করে গোটা চুল ভাল করে ধুয়ে নিন। দু-তিন মিনিট অপেক্ষা করে। ঠান্ডা জলে চুল ধুয়ে নিন। একবারেই তফাত বুঝতে পারবেন। photo source collected
advertisement
4/5
চুলে কাঁচা দুধ ভাল করে মালিশ করুন। স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত। এবার ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। photo source collected
advertisement
5/5
ঝকঝকে চুল পেতে একটি স্প্রে বটলে কাঁচা দুধ নিন! ভাল করে চুল আঁচড়ে এবার দুধ স্প্রে করুন চুলে। শ্যাম্পু করার দরকার নেই। ফাটা চুল গায়েব হবে। চুল পড়া একেবারে কমে যাবে! চুলের গ্রোথও হবে। photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Haircare With Milk: মজবুত, লম্বা চুল পেতে হলে ভরসা রাখুন কাঁচা দুধে! জানুন ব্যবহারের পদ্ধতি