TRENDING:

Hair: চুল কেন 'সাদা' হয় বলুন তো...? মাথার কোন অংশের চুল দ্রুত পেকে যায়? 'সঠিক' উত্তর জানেন না ৯০%ই! আপনিও চমকে যাবেন জানলে!

Last Updated:
Hair: সবাই জানেন যে মানুষের চুল শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশে গজায়। কিন্তু প্রশ্ন হল, জন্মের সময় তো চুল কালো থাকে। তাহলে চুল হঠাৎ করে বয়সের সঙ্গে সাদা হয়ে যাওয়ার কারণই বা কী? চলুন এবার জেনে নেওয়া যাক এই অজানা প্রশ্নগুলির উত্তর।
advertisement
1/16
চুল কেন 'সাদা' হয়? মাথার কোন অংশের চুল দ্রুত পেকে যায়? চমকে যাবেন জানলে!
মাথার চুল বা শরীরের বিভিন্ন অংশে থাকা চুল বা লোম সময়ের প্রভাবে পাক ধরে সাদা ও ধূসর বর্ণের হয়ে যায়। অনেক ক্ষেত্রে আবার সময়ের অনেক আগেই চুলে পাক ধরে। কিন্তু মানুষের শরীরের বিভিন্ন অংশে থাকা চুলের মধ্যে ঠিক কোন অংশের চুলে সবার আগে বয়সের ছাপ পরে তা কী জানেন?
advertisement
2/16
আসলে সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা মাঝে মাঝেই আমাদের মাথা ঘুরিয়ে দেয়। আমরা বুঝতে পারি না এই জ্ঞানের পরিধির মধ্যে থাকা এমন অনেক বিষয় যা আমরা হয়তো আগে কখনও মন দিয়ে ভেবেও দেখিনি।
advertisement
3/16
কিন্তু হঠাৎ এই ধরণের প্রশ্নের মুখোমুখি হলে তার উত্তর জেনে অনেক ক্ষেত্রেই রীতিমতো তাজ্জব হয়ে যাই আমরা। আর এই সাধারণ জ্ঞানের মধ্যে যেমন রয়েছে ইতিহাস, ভূগোল, বিজ্ঞানের নানা অজানা রহস্য, তেমনই আছে মানবদেহের ও আশেপাশের প্রকৃতির নানা জটিল ও মজাদার তথ্য যা আমাদের অবাক করে।
advertisement
4/16
সবাই জানেন যে মানুষের চুল শুধু মাথায় নয়, শরীরের বিভিন্ন অংশে গজায়। কিন্তু প্রশ্ন হল, শরীরের কোন অংশে সাদা চুল প্রথমে দেখা যায়? জন্মের সময় তো চুল কালো থাকে। তাহলে চুল হঠাৎ করে বয়সের সঙ্গে সাদা হয়ে যাওয়ার কারণই বা কী? চলুন এবার জেনে নেওয়া যাক এই অজানা প্রশ্নগুলির উত্তর।
advertisement
5/16
চুল যে কোনও মানুষের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। কিন্তু অনেকেই জানেন না কী ভাবে এটি ঝরে যাওয়া ও সাদা হওয়া থেকে চুলকে রক্ষা করবেন। একটি সাধারণ চুলের স্টাইল একজন ব্যক্তির লুকে অনেক পার্থক্য করতে পারে।
advertisement
6/16
কুচকুচে কালো চুল আমাদের সৌন্দর্য বাড়ায় নিঃসন্দেহে। কিন্তু এই চুলগুলি কি সারাজীবন কালোই থাকবে? আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কালো চুল সাদা হয়ে যাবে। একে আমরা ধূসর চুল বা গ্রে হেয়ার বলি।
advertisement
7/16
স্ক্যাল্প, ভ্রু: বার্ধক্যই ধূসর চুলের আসল কারণ। যদিও একমাত্র কারণ নয়। শুধু মাথার চুলই নয়, ভ্রু এবং অন্যান্য অংশের চুল ও সাদা হয়ে যায়। তবে কানের উপরের অংশের চুল দ্রুত সাদা হয়।
advertisement
8/16
তবে জানলে অবাক হবেন যে মাথার ত্বকই সেই একটিকমাত্র জায়গা যেখানকার চুল সবচেয়ে প্রথমে ধূসর হয়ে যায়। এই বিশেষ অংশের চুল মাথার অন্যান্য অংশের চুলের তুলনায় দ্রুত সাদা হয়ে যায়। অর্থাৎ স্কাল্প বা মাথার ত্বকই শরীরের সেই অংশ যেখানকার চুল শরীরের বাকি যে কোনও অংশের চুল বা লোমের তুলনায় দ্রুত সাদা হয়ে যায়।
advertisement
9/16
একটি নির্দিষ্ট বয়সের পর চুল পড়া এবং চুল পেকে যাওয়া স্বাভাবিক। আসলে, চুলের ফলিকলে একটি পিগমেন্ট কোষ থাকে। এটি চুলে রঙ দেয়। বিজ্ঞানের ভাষায় এগুলিকে বলা হয় মেলানোসাইট। মেলানিন এখানেই উৎপন্ন হয়। এটি চুলের কালো, বাদামী বা সোনালি রঙের জন্য দায়ী।
advertisement
10/16
সাধারণত, ৩০ বছর বয়সের পরে মেলানিন উত্পাদন ধীরে ধীরে হ্রাস পায়। ৪০ বছরের পর এর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এই কারণে, ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আমাদের চুল দ্রুত ধূসর হয়ে যায়। ৪০ এর পরে আমাদের মাথার বেশিরভাগ চুলই সাদা হতে শুরু করে।
advertisement
11/16
কখনও কখনও বয়স নির্বিশেষে চুল ধূসর হয়ে যায়। এর পিছনে অনেক কারণ থাকতে পারে। যেমন- অটোইমিউন ডিজিজ এবং অ্যালোপেসিয়া এরিয়াটা এমন দুটি রোগ রয়েছে যা যে কোনও বয়সে মানুষের চুল ধূসর করে দিতে পারে।
advertisement
12/16
এ ছাড়া মানসিক চাপ, খারাপ খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের অভাবও চুলের অকালে পাকা হওয়ার কারণ হতে পারে। শিশুদের চোখের রঙের এই ধরনের পরিবর্তনকে বলা হয় বলমেরুপু।
advertisement
13/16
তাই বিশেষ কিছু পদ্ধতিতে চুলের যত্ন নেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে আপনার চুল আলতো করে আঁচড়ান, স্নান করার সময় ঠান্ডা জল ব্যবহার করুন। চুল শক্ত করে বেঁধে রাখবেন না।
advertisement
14/16
সাদা চুল ইচ্ছেমতো কালো বা অন্য রং পরিবর্তন করতে রাসায়নিক ব্যবহার করবেন না। একইসঙ্গে চুল সোজা বা কার্ল করতে মেশিন ব্যবহার করা বন্ধ করুন। কারণ এতে আপনার চুল শুষ্ক এবং অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
advertisement
15/16
কিছু জেনেটিক ফ্যাক্টর, ওষুধ এবং সূর্যালোক থেকে আসা UV রশ্মিও চুলের ক্ষতি করতে পারে। ক্ষতিগ্রস্ত চুলকে সুস্থ করার জন্য অনেক সহজ ঘরোয়া প্রতিকার রয়েছে। সেগুলি ব্যবহার করাই ভাল।
advertisement
16/16
দাবিত্যাগ: এই প্রতিবেদনে দেওয়া তথ্য মূলত সাধারণ জ্ঞানের উপর নির্ভরশীল। এগুলি সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। যে কোনও উপায়ের ফলাফল ব্যক্তির স্বাস্থ্যের উপর নির্ভর করে। তাই এখানে উল্লেখিত পরামর্শ গ্রহণের আগে.. সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair: চুল কেন 'সাদা' হয় বলুন তো...? মাথার কোন অংশের চুল দ্রুত পেকে যায়? 'সঠিক' উত্তর জানেন না ৯০%ই! আপনিও চমকে যাবেন জানলে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল