Shikakai Hair Growth Care: মাথায় টাক পড়ে একেবারে মরুভূমির হাল?হাতের মুঠোয়ে চুলের 'টনিক'! ঘন কালো লম্বা হবে চুল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Hair Care Tips: তবে জানতে হবে চুলে শিকাকাই ব্যবহারের বিশেষ পদ্ধতি যাতে চুল থাকবে সুস্থ, মজবুত ও চকচকে।
advertisement
1/7

শুধু আমলকি বা পিঁয়াজে হবে না, এই বিশেষ টোটকা চুলের জন্য ধন্বন্তরি৷ এতে চুল হবে ঘন, কালো একেবারে কুচকুচে কালো৷ সঙ্গে আসবে জেল্লা৷ এমনই এই বিশেষ টনিক!
advertisement
2/7
শিকাকাই নানা কারণে চুলের জন্য উপকারী। এতে স্যাপোনিন নামক পুষ্টি উপাদান রয়েছে যা প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। শিকাকাই মাথার ত্বকের চুলকানি, শুষ্কতা এবং খুশকি দূর করে। এটিতে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণ থেকে মাথার ত্বককে রক্ষা করে।
advertisement
3/7
এতে উপস্থিত ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে। এগুলি ছাড়াও, এটি চুলের অবস্থা তৈরি করে এবং এটিকে নরম, শক্তিশালী এবং চকচকে করে। এটি চুলকে শুষ্কতা থেকে রক্ষা করে এবং চুলকে আটকানো থেকে রক্ষা করে। তবে জানতে হবে চুলে শিকাকাই ব্যবহারের বিশেষ পদ্ধতি যাতে চুল থাকবে সুস্থ, মজবুত ও চকচকে।
advertisement
4/7
শিকাকাই চুলের তেল: শিকাকাই তেল চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে। এর জন্য নারকেল তেল বা বাদাম তেলে ২-৩ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এবার হালকা গরম করুন। তারপর এই মিশ্রণটি ঠান্ডা করে চুলের গোড়ায় ভালভাবে লাগিয়ে ম্যাসাজ করুন। কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই তেল চুল ঘন ও লম্বা করার পাশাপাশি চুল পড়া রোধ করতে পারে।
advertisement
5/7
শিকাকাই ও আমলা হেয়ার মাস্ক- চুলকে ভিতর থেকে মজবুত ও চকচকে করতে ২ চামচ শিকাকাই পাউডারের সঙ্গে ২ চামচ আমলার গুঁড়ো এবং সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলে এবং মাথার ত্বকে বা স্কাল্পে ভাল করে লাগান। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন। এই মাস্ক চুলে আর্দ্রতা ও পুষ্টি জোগাবে।
advertisement
6/7
শিকাকাই পাউডার দিয়ে শ্যাম্পু- বাজার থেকে শিকাকাই পাউডার কিনুন। একটি পাত্রে কিছু শিকাকাই পাউডার জলে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার চুলের গোড়ায় ভাল করে লাগান। হালকা হাতে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি শ্যাম্পুর মতো আপনার চুলকে পরিষ্কার করবে ও পুষ্টি জোগাবে।
advertisement
7/7
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shikakai Hair Growth Care: মাথায় টাক পড়ে একেবারে মরুভূমির হাল?হাতের মুঠোয়ে চুলের 'টনিক'! ঘন কালো লম্বা হবে চুল