Hair Care Tips: পার্লারের খরচ বাঁচবে, ঘরোয়া টিপসে চুল হবে আরও সিলকি-মোলায়েম! মা-দিদিমাদের টোটকা, কখনও ফেল হবে না
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Hair Problems Solution:অবশ্যই নিয়ম মেনেই এই প্যাক ব্যবহার করুন উপকার পেতে।
advertisement
1/8

বর্তমান সময়ে বেশিরভাগ মহিলা থেকে পুরুষ চুলের নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। খুশকি, চুল পড়া, দু'মুখো চুল, শুষ্ক চুলের সমস্যায় চুলের বারোটা বেজে যায় একেবারেই।
advertisement
2/8
অভিজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসক সুখদেব শর্মা জানান, চুলের সমস্যায় আগেই ওষুধ প্রযোগ করা আগেই উচিত নয়। এতে চুলের সমস্যা বেড়ে সম্ভবনা বেড়ে যেতে পারে। এবং চুলের ক্ষতি হতে পারে।
advertisement
3/8
চুলের সকল সমস্যার একটি ঘরোয়া প্রতিকার রয়েছে। বাড়িতে ব্যবহৃত টক দই দিয়েই করা সম্ভব চুলের সমস্যার সমাধান। চুলে টক দই নিয়ম করে মাখলে দুর্দান্ত উপকারিতা পাওয়া সম্ভব।
advertisement
4/8
চুলের উপর প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করতে পারে এই টক দই। যদি চুলে টক দই মাখা যায় নিয়ম করে। তবে রুক্ষ ও শুষ্ক চুলের সতেজতা ফিরিয়ে আনে দারুণ ভাবে সক্ষম এটি।
advertisement
5/8
খুশকির সমস্যা কমিয়ে দিতে দারুণ ভাবে সক্ষম এই টক দই। নিয়ম করে ব্যবহার করলে স্ক্যাল্পের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এই টক দই। ফলে মাথার খুশকি দূরে থাকে সহজেই।
advertisement
6/8
দুই চামচ মেথি দানা সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালে ভেজানো মেথি মিক্সিতে পেস্ট করে নিতে হবে। সেই পেস্টের সঙ্গে টক দই মিশিয়ে হেয়ার প্যাক বানানো যাবে।
advertisement
7/8
চুল ভাল মতন আঁচড়ে নিতে হবে প্রথমে। তারপর ব্রাশের সাহায্যে হেয়ার প্যাক চুল ও স্ক্যাল্পে মেখে নিতে হবে। এরপর ৩০ থেকে ৪৫ মিনিট রেখে ভাল মতন শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে।
advertisement
8/8
টক দই চুলকে নরম করে দেয়। তাই সপ্তাহে এক থেকে দুই বারের বেশি টক দইয়ের হেয়ার প্যাক ব্যবহার করা উচিত নয়। অবশ্যই নিয়ম মেনেই এই প্যাক ব্যবহার করুন উপকার পেতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hair Care Tips: পার্লারের খরচ বাঁচবে, ঘরোয়া টিপসে চুল হবে আরও সিলকি-মোলায়েম! মা-দিদিমাদের টোটকা, কখনও ফেল হবে না