TRENDING:

Guillain-Barré syndrome: গুলেইন বারি উপসর্গ! কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হুগলির ব্যক্তির, কী হয়েছিল তাঁর? জানুন

Last Updated:
Guillain-Barré syndrome: গুলেনবারি উপসর্গ নিয়ে অসুস্থ গুড়াপের এক ব্যাক্তির মৃত্যু হল কলকাতার হাসপাতালে। সতীনাথ লোহার নামে ৪৮ বছরের ওই ব্যক্তির উপসর্গ দেখে গুলেন বারি হতে পারে সন্দেহ ছিল চিকিৎসক শুভ্র ভট্টাচার্যের। তার প্রেসক্রিপশনে লেখেন সেই কথা...
advertisement
1/6
গুলেইন বারি উপসর্গ! কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হুগলির ব্যক্তির, কী হয়েছিল তাঁর? জানুন
*গুলেইন বারি উপসর্গ নিয়ে অসুস্থ গুড়াপের এক ব্যাক্তির মৃত্যু হল কলকাতার হাসপাতালে। সতীনাথ লোহার নামে ৪৮ বছরের ওই ব্যক্তির উপসর্গ দেখে গুলেন বারি হতে পারে সন্দেহ ছিল চিকিৎসক শুভ্র ভট্টাচার্যের। তার প্রেসক্রিপশনে লেখেন সেই কথা। প্রতিবেদনঃ রাহী হালদার। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*যদিও মৃতের পরিবার মনে করছে তেমন কিছু নয়। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন ঠিক কীকারণে মৃত্যু তা পরীক্ষা না করে বলা মুশকিল। চিকিৎসক শুভ্র ভট্টাচার্য জানান, যখন অসুস্থ হয়ে আসেন তখন দেখি তার হাত, পা অসাড়। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*পরিবারের কথা অনুযায়ী ব্যক্তিটির এক সপ্তাহ আগে ডায়েরিয়া হয়।‌ তখন নিজেরা ওষুধ কিনে খান। ডায়রিয়া ঠিক হয়ে যাবার একদিন পর থেকেই তার হাত পা ঠিকঠাক কাজ করছিল না। তারপরের দিন থেকে অসুস্থতা আরও বাড়তে থাকে। ওনার স্ট্রোক ভেবে ধনিয়াখালি গ্ৰামীন হাসপাতালে নিয়ে আসেন সেখান থেকে কলকাতায় রেফার করে। যাবার পথে আমার কাছে আসে। রোগীকে দেখে ও পরিবারের লোকেদের কথা শুনে মনে হয়েছে এটা 'গুলেইন বারি সিন্ড্রোম' বা জিবিএস হলেও হতে পারে। কলকাতায় যাওয়ার সময়ই রোগীর শ্বাসকষ্ট শুরু হয়। এখান থেকে একটা আইসিইউ অ্যাম্বুলেন্স জোগাড় করে ওই রোগীকে কলকাতায় পাঠানো হয়। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*চিকিৎসক আরও জানান, ওনার দুটো হাত, পা পড়ে গিয়েছিল। ঠোঁট একদিকে বেঁকে গিয়েছিল, ঘাড় সোজা করতে পারছিলেন না এবং যখন ওনাকে হাসপাতালে পাঠানো হচ্ছিল তখন শ্বাসকষ্ট শুরু হয়। তারপরেই তার প্রাথমিক চিকিৎসা করান হয়। তারপর তাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*মৃতের পরিবার, ভাইপো ধীমান লোহার জানান, জেঠু ট্রাক্টর চালাতেন। কদিন অসুস্থ ছিলেন। ডায়রিয়া হওয়ায় ওষুধ কিনে খান। ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎ কাল থেকে বাড়াবাড়ি হয়। হাত পা পরে যায়। শ্বাসকষ্ট শুরু হয়। তখন ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা মেডিক্যাল কলেজে রেফার করা হয় আজ। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি। হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক মৃগাঙ্ক মৌলি কর জানান,পরীক্ষা না হলে বলা সম্ভব না গুলেন বারি হয়েছিল কিনা। জ্বর শ্বাসকষ্ট হাত-পা অসাড় হয়ে যাওয়া গুলেন বারি উপসর্গ হতে পারে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Guillain-Barré syndrome: গুলেইন বারি উপসর্গ! কলকাতা যাওয়ার পথেই মৃত্যু হুগলির ব্যক্তির, কী হয়েছিল তাঁর? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল