Green Onion Health Benefits: শীতে জমিয়ে পেঁয়াজকলি খেয়েছেন তো? এই সব্জির উপকারিতার শেষ নেই
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Green Onion Health Benefits: শীতে বাঙালির ডায়েটের বড় অংশ জুড়ে থাকে পেঁয়াজগাছের এই অংশ। স্বাদের পাশাপাশি এই সব্জির স্বাস্থ্যগুণও প্রচুর।
advertisement
1/6

শীতের শেষে এখন বাজার থেকে বিদায়ের মুখে পেঁয়াজকলি। শীতে বাঙালির ডায়েটের বড় অংশ জুড়ে থাকে পেঁয়াজগাছের এই অংশ। স্বাদের পাশাপাশি এই সব্জির স্বাস্থ্যগুণও প্রচুর।
advertisement
2/6
অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য থাকার জন্য বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করে পেঁয়াজকলি। মরশুম পরিবর্তনে সর্দিকাশি, জ্বরজারি সারাতেও এই সব্জি জুড়িহীন।
advertisement
3/6
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পেঁয়াজকলি। তাই ডায়াবেটিক রোগীরা খেতে পারেন এটি। পেঁয়াজকলির অ্যালাইল সালফাইড যৌগ ক্যানসার প্রতিরোধী।
advertisement
4/6
মূত্রথলির প্রদাহ ও সংক্রমণ নিয়ন্ত্রণে উপকারী পেঁয়াজকলি। উদ্বেগ, হতাশা থেকে অনেকেরই মাথায় যন্ত্রণা হয়। তাঁরা ডায়েটে পেঁয়াজকলি রেখে দেখতে পারেন।
advertisement
5/6
প্রবীণদের দৃষ্টিশক্তিজনিত সমস্যায় রাশ টানতে কার্যকর শীতকালীন এই সব্জি।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Green Onion Health Benefits: শীতে জমিয়ে পেঁয়াজকলি খেয়েছেন তো? এই সব্জির উপকারিতার শেষ নেই