TRENDING:

Bengal Tourism: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দারুণ ট্যুরিস্ট স্পট, কম টাকায় ব্যাপক মস্তি, জেনে নিন

Last Updated:
একদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য, অন্যদিকে বাইকের অ্যাডভেঞ্চার, দুটো মিলিয়ে এটি এক অনবদ্য গন্তব্য।
advertisement
1/5
কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দারুণ ট্যুরিস্ট স্পট, কম টাকায় ব্যাপক মস্তি, জেনে নিন
হাতে অল্প সময় থাকলে যদি মন চায় একটু নিরিবিলিতে ঘুরে আসতে, তবে পূর্ব বর্ধমানের আউশগ্রামের এই জঙ্গল হতে পারে একেবারে পারফেক্ট জায়গা। মৌখিরা এবং কালিকাপুর সংলগ্ন বিস্তীর্ণ জঙ্গল ঘেরা এলাকা আপনাকে মুহূর্তে মুগ্ধ করবে। শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে এসে এই জঙ্গলের বুক চিরে দাঁড়ালে প্রকৃতির এক অদ্ভুত টান অনুভব করবেন। সব মিলিয়ে এটি এমন এক জায়গা, যেখানে গেলে সময়টা অন্যভাবে কাটবে নিশ্চিতভাবেই। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
তবে এখানে ঘুরে আসার মজাটা দ্বিগুণ হয়ে যাবে যদি আপনি বাইকে যান। প্রিয় সঙ্গীকে পিছনে বসিয়ে ঘন জঙ্গলের মধ্য দিয়ে ছুটে চলা বাইকের অভিজ্ঞতা হবে একেবারে অন্যরকম। কালো পিচের রাস্তা, দু’পাশে লাল মাটির ঢিবি আর তার ওপরে সবুজে ঢাকা ঘন বন, এই পথ ধরে বাইক চালানো মানেই রোমাঞ্চকর মুহূর্ত। পথ চলার প্রতিটি বাঁক যেন একেকটা নতুন গল্প বলে দেয়। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
আউশগ্রামের এই জঙ্গলের আলাদা খ্যাতিও রয়েছে। একাধিক বাংলা এবং হিন্দি ছবির দৃশ্যের শ্যুটিং হয়েছে এখানে। বহু নামজাদা অভিনেতা-অভিনেত্রীর পায়ের ছাপ পড়েছে এই নির্জন অরণ্যের বুকে। শ্যুটিংয়ের জন্য প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোহর, তেমনি জায়গার নিস্তব্ধতা এটিকে করে তুলেছে বিশেষ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
শুধু ঘোরাঘুরি নয়, এই জায়গাটা ফটোশুটের জন্যও আদর্শ। চারপাশে যতদূর চোখ যায়, কেবলই লাল মাটি, সবুজের আস্তরণ আর আলো-আঁধারির খেলা। প্রতিটি কোণেই যেন লুকিয়ে আছে ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য। এখানে ছবি তুললে তা নিঃসন্দেহে হয়ে উঠবে অসাধারণ। যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির শখ রাখেন, তাঁদের জন্য এই জঙ্গল দারুণ জায়গা। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
সব মিলিয়ে মৌখিরা ও কালিকাপুর সংলগ্ন এই জঙ্গল ঘুরে দেখার অভিজ্ঞতা হবে একেবারেই অন্যরকম। একদিকে প্রকৃতির শান্ত সৌন্দর্য, অন্যদিকে বাইকের অ্যাডভেঞ্চার, দুটো মিলিয়ে এটি এক অনবদ্য গন্তব্য। তাই সময় পেলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন এই অরণ্যের বুক চিরে চলে যাওয়া পথে। প্রতিটি মুহূর্ত আপনাকে ভরিয়ে দেবে নতুন অনুভূতিতে। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bengal Tourism: কলকাতা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দারুণ ট্যুরিস্ট স্পট, কম টাকায় ব্যাপক মস্তি, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল