TRENDING:

Get rid of mosquito in 5 minutes: ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট

Last Updated:
Get rid of mosquito in 5 minutes: প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা বেশ কার্যকরী। তাই খুব সহজেই প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারবেন মশা তাড়ানোর জিনিস।
advertisement
1/7
ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট
শীত পড়তেই মশার উপদ্রব আবার বাড়তে শুরু করেছে। আর এই মশা অনেক ধরনের রোগজীবাণুর সংক্রমণ ঘটিয়ে থাকে। তাই এই মশা অনেক সময়েই মানুষের মৃত্যুর কারণ হতে পারে।
advertisement
2/7
মশার থেকে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর এই সমস্ত মারাত্মক রোগ সংক্রমিত হয়ে থাকে। কোন কিছুতেই মশা তাড়ানো একেবারে সহজ কাজ নয়।
advertisement
3/7
রাসায়নিক উপায়ে মশা তাড়ালে স্বাস্থের চরম ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে। তাই প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর ব্যবস্থা খুব ভাল। প্রাকৃতিক উপায়ে বানিয়ে নিতে পারবেন মশা তাড়ানোর জিনিস।
advertisement
4/7
গৃহিণী সুপর্ণা মিত্র জানান, নিম পাতার মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে। নিম পাতা ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন। দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়বে না। খুব সহজেই মশা থেকে মুক্তি পাবেন।
advertisement
5/7
গবেষণায় দেখা গিয়েছে তুলসির মতো পুদিনা পাতারও রয়েছে মশা দূরে রাখার দারুণ ক্ষমতা। নারকেল তেলের সঙ্গে পুদিনার রস মিশিয়ে এই তেল বানিয়ে ব্যবহার করুন। এই তেল গায়ে মাখলে মশা কাছে আসবে না।
advertisement
6/7
থাই লেমন গ্রাসে আছে ‘সাইট্রোনেলা অয়েল’। যা থেকে বের হয় একধরনের শক্তিশালী সুগন্ধ। এই সুগন্ধ কিন্তু মশাদের দূরে রাখে। মশারা এর কাছেও ঘেঁষে না। এই লেমন গ্রাসের রস বানিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
advertisement
7/7
সুপর্ণা মিত্র আরোও জানান, মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। কর্পূর ও নারকেল তেল মিশিয়ে গায়ে লাগাতে পারেন। কিংবা কর্পূর ও কেরোসিন তেল মিশিয়ে ঘরে স্প্রে করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Get rid of mosquito in 5 minutes: ঘরোয়া উপায়েই ছুমন্তর মশা, দরকার নেই দামি দামি অল আউট থেকে গুড নাইট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল