TRENDING:

Gas Cylinder Hacks: সামান্য অসাবধানতায় বিস্ফোরণে তছনছ! গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় ৫ সতর্কতা মানুন, এড়াবে ছোট-বড় দুর্ঘটনা

Last Updated:
Gas Cylinder Hacks: গ্যাস সিলিন্ডার কখনওই উনুনের খুব কাছে রাখা উচিত নয়। রান্নার সময় আগুনের তাপ সরাসরি সিলিন্ডারে লাগলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই লম্বা গ্যাস পাইপ ব্যবহার করে উনুন থেকে অন্তত তিন ফুট দূরে সিলিন্ডার স্থাপন করাই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।
advertisement
1/6
সামান্য অসাবধানতায় বিস্ফোরণে তছনছ! গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় ৫ সতর্কতা মানুন অবশ্যই
*বর্তমানে গ্রাম থেকে শহর—সব জায়গাতেই রান্নার কাজে গ্যাস সিলিন্ডারের ব্যবহার বেড়েছে। সময় বাঁচালেও অসচেতনতা বা ছোটখাটো ভুলের কারণে মাঝেমধ্যেই ঘটে যাচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণ—সবকিছুর পিছনেই থাকে কিছু সাধারণ অবহেলা। একটু সচেতন হলেই এ ধরনের বিপদ সহজেই এড়ানো সম্ভব।
advertisement
2/6
*গ্যাস সিলিন্ডার কখনওই উনুনের খুব কাছে রাখা উচিত নয়। রান্নার সময় আগুনের তাপ সরাসরি সিলিন্ডারে লাগলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই লম্বা গ্যাস পাইপ ব্যবহার করে উনুন থেকে অন্তত তিন ফুট দূরে সিলিন্ডার স্থাপন করাই সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।
advertisement
3/6
*অনেক সময় সৌন্দর্য বা জায়গা বাঁচানোর জন্য গ্যাসের পাইপ কাপড় বা প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়, যা মারাত্মক ভুল। এতে পাইপে ফাটল ধরলে বা গ্যাস লিক হলেও তা সহজে বোঝা যায় না। ফলে অজান্তেই ঘরে জমে যেতে পারে গ্যাস, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
advertisement
4/6
*এ বিষয়ে বিশেষজ্ঞ গোপাল বিশ্বাস জানান, গ্যাস লিক হচ্ছে বুঝতে পারলেই প্রথমে বাড়ির সব ইলেকট্রিক সুইচ ও যন্ত্র বন্ধ করে দিতে হবে। সেই সঙ্গে দ্রুত দরজা ও জানলা খুলে দিয়ে ঘরের ভিতরে জমে থাকা গ্যাস বের করে দেওয়া জরুরি। এ সময় কোনওভাবেই আগুন জ্বালানো বা সুইচ অন করা উচিত নয়।
advertisement
5/6
*লিক বেশি হলে সিলিন্ডার থেকে রেগুলেটর খুলে নেওয়াই নিরাপদ। সম্ভব হলে সিলিন্ডারের মুখে সেফটি ক্যাপ লাগিয়ে দিন, যাতে গ্যাস বের হওয়া পুরোপুরি বন্ধ হয়। এতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এবং বড় বিপদ এড়ানো সম্ভব হয়।
advertisement
6/6
*খালি সিলিন্ডার থেকে রেগুলেটর খোলার সময়ও বিশেষ সতর্কতা দরকার। আশ-পাশে কোনও মোমবাতি, প্রদীপ বা আগুনের উৎস রাখা যাবে না। সামান্য অসতর্কতাই ভয়াবহ দুর্ঘটনার রূপ নিতে পারে। তাই নিয়ম মেনে সচেতনভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করলেই নিরাপদ থাকবে পরিবার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gas Cylinder Hacks: সামান্য অসাবধানতায় বিস্ফোরণে তছনছ! গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় ৫ সতর্কতা মানুন, এড়াবে ছোট-বড় দুর্ঘটনা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল