TRENDING:

Joba Phul (Hibiscus Flower) Tips: কালীপুজোর আগেই আপনার বাড়ির গাছে উপচে ফুটবে লাল জবা ফুল! শুধু গাছের গোড়ায় দিন রান্নাঘরের ফেলে দেওয়া এই ‘২’ খোসা

Last Updated:
Joba Phul (Hibiscus Flower) Tips: কালীপুজোর অন্যতম উপকরণ লাল জবা ফুল৷ মায়ের পায়ের রক্তজবা নিবেদনে মেলে মনের শান্তি৷ অনেকেই বাড়িতে দেবী কালীর পুজো করেন৷ আবার অনেক ভক্ত মন্দিরে গিয়ে পুজো দেন৷
advertisement
1/9
কালীপুজোর আগেই বাড়িতেই গাছে উপচে ফুটবে লাল জবা ফুল! শুধু গোড়ায় দিন রান্নাঘরের এই ২ খোসা
দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজোর পর এ বার কালীপুজোর পালা৷ দেখতে দেখতে এসেই গেল আলোর উৎসব৷ আগামী ২০ অক্টোবর, সোমবার পালিত হবে দীপাবলি বা কালীপুজো বা শ্যামাপুজো৷
advertisement
2/9
কালীপুজোর অন্যতম উপকরণ লাল জবা ফুল৷ মায়ের পায়ের রক্তজবা নিবেদনে মেলে মনের শান্তি৷ অনেকেই বাড়িতে দেবী কালীর পুজো করেন৷ আবার অনেক ভক্ত মন্দিরে গিয়ে পুজো দেন৷
advertisement
3/9
বাড়ির গাছের লাল জবা নিবেদন করে কালীপুজো করার মাহাত্ম্যই আলাদা৷ অনেকেই অনুযোগ করেন যথেষ্ট যত্ন নিলেও কুঁড়ি ধরে না৷ অথবা কুঁড়ি ধরলেও ফুল ফুটছে না৷ তবে কিছু ঘরোয়া টোটকা আছে৷ পালন করলে ফুল ধরবেই৷
advertisement
4/9
রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। দু’টি খালি প্লাস্টিকের বোতলে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ও কলার খোসা। দু’দিন জলে ভিজিয়ে রাখলেই মজে গিয়ে তৈরি হবে সার।
advertisement
5/9
এ বার ২ লিটার জলে মিশিয়ে নিন ১০০ মিলিলিটার পেঁয়াজের খোসা সার। তার পর ভাল করে ছেঁকে নিন। পেঁয়াজের খোসার নাইট্রোজন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ জবাগাছের জন্য খুবই উপকারী।
advertisement
6/9
এ বার ৭০ মিলিলিটার নিয়ে নিন কলার খোসার সার। ভাল করে ছেঁকে নিয়ে মেশান ওই ২ লিটার জলে। কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ অত্যন্ত উপকারী।
advertisement
7/9
এই মিশ্র সার ১০০ মিলিলিটার করে জবা গাছের গোড়ায় দিন। প্রতি সপ্তাহে এক দিন করে এই সার জবাগাছে দিলে প্রচুর ফুল আসবে। সেভাবে হলুদ হবে না এই গাছের পাতাও।
advertisement
8/9
জবা গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না৷ কিছু দিন ছায়ায় রেখে সইয়ে নিয়ে তার পর রোদে রাখুন জবার চারাগাছ৷ সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন৷
advertisement
9/9
বেশি জল জবাগাছে দেবেন না৷ তাহলে গাছের গোড়া পচে যাবে৷ সপ্তাহে এক দিন গাছের গোড়ায় মাটি খুঁড়ে পরিমিত পরিমাণে জল দিন৷ জবাগাছে পোকামাকড়ের সংক্রমণ বেশি হয়৷ তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করুন৷ তবে বেছে সেক্ষেত্রে বেছে নিন জৈব কীটনাশক৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Joba Phul (Hibiscus Flower) Tips: কালীপুজোর আগেই আপনার বাড়ির গাছে উপচে ফুটবে লাল জবা ফুল! শুধু গাছের গোড়ায় দিন রান্নাঘরের ফেলে দেওয়া এই ‘২’ খোসা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল