Tips to take care of Garden Balsam: বাড়িতে দোপাটি ফুল ফুটছেই না? মাসে ১ দিন এই জিনিস গোড়ায় দিলেই ফুলের ভারে নুয়ে পড়বে গাছ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to take care of Garden Balsam: টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। বর্ষাকালে এই গাছের ফলন সবথেকে ভাল হয়। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
advertisement
1/8

আমবাঙালির ঘরে ঘরে অতি পরিচিত ফুল হল দোপাটি। নিত্যপুজোয় অপরিহার্য এই ফুল নানা রঙের হয়। লাল, বেগুনি, গোলাপি-সহ বিভিন্ন রঙে পাওয়া যায় দোপাটি ফুল।
advertisement
2/8
টবে বা জমিতে দু’ভাবেই দোপাটি গাছ বড় হতে পারে। বর্ষাকালে এই গাছের ফলন সবথেকে ভাল হয়। সবার আগে মাটি তৈরি করে নিতে হবে।
advertisement
3/8
জমি বা টব যেখানেই দোপাটিগাছ রাখুন, তার মাটি করতে হবে ঝুরঝুরে। দেখতে হবে যেন মাটিতে জল না দাঁড়ায়। ৭০ শতাংশ থেকে ৭৫ শতাংশ মাটিতে ২৫শতাংশ থেকে ৩০ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
advertisement
4/8
৫০ শতাংশ মাটির সঙ্গে ২৫ শতাংশ লালবালি এবং ২৫ শতাংশ গোবরসার মিশিয়ে নিতে হবে।
advertisement
5/8
ছত্রাক সংক্রমণ থেকে দোপাটিগাছ বাঁচিয়ে রাখুন। বেশি বৃষ্টিতে গাছের গোড়ায় পচন ধরতে পারে। তার জন্য ছত্রাকনিরোধক ওষুধ দিতে হবে। একবার গোড়ায় ছত্রাক ধরলে কিন্ত বাঁচানো যাবে না।
advertisement
6/8
বেশি সার দিলে দোপাটি গাছে ফুলের বদলে পাতা বেশি হবে। মাসে একদিন খোলপচা জল দিলেই যথেষ্ট।
advertisement
7/8
জুন থেকে অগাস্ট পর্যন্ত দোপাটিগাছ লাগানোর সেরা সময়। উপযুক্ত পরিচর্যা নিলে ফুল হবে অক্টোবর পর্যন্ত।
advertisement
8/8
দোপাটিগাছ সব সময় রোদে রাখবেন। কখনওই ছায়ায় রেখে দোপাটি গাছ বড় করবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tips to take care of Garden Balsam: বাড়িতে দোপাটি ফুল ফুটছেই না? মাসে ১ দিন এই জিনিস গোড়ায় দিলেই ফুলের ভারে নুয়ে পড়বে গাছ