Fruit Flies: ফল রাখলেই কুনো মাছি ভরে যাচ্ছে? রান্না ঘরেও ভনভন করছে? জানুন তাড়ানোর টোটকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Fruit Flies: ছোট বা কুনো মাছির জ্বালায় অস্থির হয়ে পড়েছেন? চিন্তার কিছু নেই এই সহজ টোটকায় ঝট করে পালাবে সব মাছি! জানুন
advertisement
1/6

বাড়িতে ফল রাখলেই কোথা থেকে চলে আসে ছোট ছোট মাছি! এদের ফ্রুট ফ্লাই বলা হয়! আবার অনেকে এই মাছিকে কুনো মাছি বা কুনকুনে মাছিও বলে! এই মাছি ফল রাখলেই তার উপর এসে বসে থাকে! জীবানু ছড়ায়! এই ফল খাওয়া শরীরের জন্য ক্ষতিকারক! কিন্তু কীভাবে দূর হবে এই মাছি? জানুন
advertisement
2/6
ফল কিনে বাড়িতে ঢুকেই পরিষ্কার করে নিন। আলগা ভাবে রাখুন অথবা ভাল পরিষ্কার নতুন প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিন।
advertisement
3/6
ফল কাচের বাটি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। অথবা রেফ্রিজারেটরে ভরে রেখে দিন। কারণ মিষ্টি ফল রাখা থাকলেই পোকা বেশি আসবে!
advertisement
4/6
পাকা ফল ফ্রিজে রাখবেন না! তাহলে পোকা বাড়বে! ঘরের মধ্যেই খোলা জায়গায় ফল সবজির খোসা অথবা মাছ-মাংসের বর্জ্য অংশ ফেলে রাখবেন না। প্লাস্টিকে মুড়ে ফেলবেন।
advertisement
5/6
বেসিনে নোংরা বাসন রাখবেন না। ধুয়ে ফেলবেন। বেসিন ভাল করে পরিষ্কার করুন। বেসিন এবং রান্নাঘরের ড্রেনে বেকিং সোডা আর হোয়াইট ভিনিগার ফেলে রাখুন। এতে ওই পোকা আসবে না!
advertisement
6/6
ফলের ঝুরিতে এক টুকরো কর্পূর রাখুন! বা কর্পূর জ্বালিয়ে দিন পোকা যেখানে হয়! এর তীব্র গন্ধে পালাবে এই ছোট মাছি বা পোকা!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fruit Flies: ফল রাখলেই কুনো মাছি ভরে যাচ্ছে? রান্না ঘরেও ভনভন করছে? জানুন তাড়ানোর টোটকা