Fish Scale Benefits: পেটে মাছের আঁশ চলে গেলে কী হয় জানেন? উত্তর শুনলে একেবারে চমকে যাবেন!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fish Scale Benefits: মাছ যতটা প্রিয়, মাছের আঁশ ততটাই বিরক্তিকর। কিন্তু...
advertisement
1/11

বাঙালির প্রিয় খাবার মাছ বলাই যায়। সকাল সকাল মাছের বাজারে গিয়ে প্রিয় মাছ না কিনে আনলে বাঙালির যেন শান্তি হয় না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/11
কিন্তু মাছ যতটা প্রিয়, মাছের আঁশ ততটাই বিরক্তিকর।
advertisement
3/11
মাছওয়ালাকে তাই মাছ কাটার সময় যত্ন করে মাছের আঁশ ছাড়াতে বলা হয়। এই আঁশ যতই অপছন্দের হোক না কেন, এর গুণ নাকি অনেক।
advertisement
4/11
বিজ্ঞানীরা বলছেন, মাছের আঁশেই আছে যৌবন ধরে রাখার রহস্য। বিদেশে কোটি কোটি টাকায় বিক্রি হয় মাছের আঁশ। এর এমন উপকারিতা আছে যা ভাবাই যায় না।
advertisement
5/11
মাছের আঁশে রয়েছে কোলাজেন। এই প্রোটিনেই থাকে যৌবন ধরে রাখার মন্ত্র। ১০ কেজি মাছের আঁশ শুকিয়ে তারপর পাওয়া যায় চার কেজি শুকনো আঁশ।
advertisement
6/11
এরপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটি থেকে খনিজ পদার্থ বাদ দেওয়া হয়। এর জেরে ওজন আরও দু'কেজি কমে যায়। সেই দু'কেজি আঁশ থেকে ৬০০ গ্রামের মতো কোলাজেন পাওয়া যায়।
advertisement
7/11
কলকাতায় বা এ রাজ্যে মাছের আঁশ থেকে কোলাজেন তৈরি হয় না। আঁশ পাঠানো হয় দিল্লি বা গুজরাতে।
advertisement
8/11
সেখান থেকে পাউডার হয়ে তা পাড়ি দেয় বিদেশে। এখানকার মাছের আঁশ থেকে তৈরি কোলাজেনের বেশিটাই যায় জাপানে। কোটি কোটি টাকায় মাছের আঁশ রফতানি হয়।
advertisement
9/11
কোলাজেনের ভারসাম্য যদি বজায় রাখা যায় এবং বয়স হলেও শরীরে কোলাজেন ধরে রাখা যায়, তাহলে ত্বকের বয়স একই জায়গায় আটকে থাকবে।
advertisement
10/11
চুলও থাকবে একই রকম। তবে রান্না করা মাছের আঁশ পেটে চলে গেলে তা থেকে পেটের অসুখ হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
11/11
তাই রান্না করার সময় আঁশ ভাল করে ছাড়িয়ে নেওয়াই উচিত। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Scale Benefits: পেটে মাছের আঁশ চলে গেলে কী হয় জানেন? উত্তর শুনলে একেবারে চমকে যাবেন!