Fish Bone Stuck In Throat: গলায় মাছের কাঁটা বিঁধলে শুকনো ভাত খাওয়া ঠিক? জানুন চিকিৎসকের পরামর্শ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Fish Bone Stuck In Throat: খাবার খাওয়ার সময় যদি আপনাদের গলায় মাছের কাঁটা আটকে যায়। সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হল, তৎক্ষণাৎ ঢোক গেলা বন্ধ করে দিতে হবে।
advertisement
1/6

খাবার খাওয়ার সময় যদি কোনও কারণে গলায় মাছের কাঁটা আটকে যায় তাহলে জানুন কী করতে হবে? না জেনে এই কাজ একদম নয়।
advertisement
2/6
পূর্ব বর্ধমানের চিকিৎসক মিলটন বিশ্বাস এ বিষয়ে জানিয়েছেন, আপনারা কখনওই শুকনো ভাত খাওয়ার পদ্ধতি অনুসরণ করবেন না। সাধারণত অনেক বেশি তাড়াহুড়ো এবং অসাবধানতার কারণে আমাদের গলায় যে টনসিল থাকে সেই জায়গায় মাছের কাঁটা গুলো আটকে যায়।
advertisement
3/6
খাবার খাওয়ার সময় যদি আপনাদের গলায় মাছের কাঁটা আটকে যায় । সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হল, তৎক্ষণাৎ ঢোক গেলা বন্ধ করে দিতে হবে। মাছের কাঁটা আটকে যাওয়ার পরে আপনারা আর একবারও ঢোক গিলবেন না।
advertisement
4/6
আপনারা সঙ্গে সঙ্গে এক গ্লাস জল নিয়ে গারগল করবেন এবং ওয়াক ওয়াক শব্দ তুলবেন । দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের গলায় আটকে থাকা কাঁটাটি সহজেই বাইরে বেরিয়ে চলে আসবে।
advertisement
5/6
পরবর্তীতে যদি কাঁটা দেখা যায় তবেই আঙুল দিয়ে বের করার চেষ্টা করবেন । অন্যথায় কাঁটা দিকে আঙুল দিয়ে বের করার চেষ্টা একদমই করবেন না। যদি গার্গল করার পরেও মাছের কাঁটা বাইরে বের না হয় তাহলে আপনারা ওই রোগীকে নিয়ে হাসপাতালের এমার্জেন্সিতে চলে যাবেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
advertisement
6/6
তবে যদি কোনও কারণে মাছের কাঁটা পেটের ভিতরে চলে যায় তাহলে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কারণ পেটের মধ্যে অনেকগুলি এরকম এনজাইম আছে , যারা মাছের কাঁটাকে গলিয়ে ফেলতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Bone Stuck In Throat: গলায় মাছের কাঁটা বিঁধলে শুকনো ভাত খাওয়া ঠিক? জানুন চিকিৎসকের পরামর্শ