Festive Decor: হাতে আর মাত্র কয়েক দিন, চটজলদি অল্প উপকরণেই ঘরকে দিন পুজো-ফিল !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Festive Decor: ছোট ফ্ল্যাট তো কী? তারই মধ্যে পুজো লুক দিন এই ভাবে
advertisement
1/8

'ছোট ফ্লাটে রাখা টিপটপ সংসার...'৷ নগরজীবন এখন এমনই৷ দু কামরা৷ ডাইনিং হল৷ রান্নাঘর৷ একটা ব্যালকনি৷ 2 BHK সংসার সর্বস্ব৷ কপালজোরে একটা স্টাডি রুম৷ তাও যদি স্কোয়্যার ফুটে কুলোয়৷ ছোট ফ্ল্যাট তো (small flat decor) কী? তারই মধ্যে পুজো লুক (Festive look) দেওয়া যায় না? আরে ভাই, দিনের বেশির ভাগ সময় যে জায়গায় কাটে, তাকে অন্তত 'মন্দির' করে রাখলে মন ভালো হয়ে যায়। উত্সবের দিনগুলিতে ঘুম থেকে উঠে যদি রোজ 'আশ্বিনের শারদপ্রাত' অনুভূত হয়, বেশ লাগে (Festive home decor) ৷
advertisement
2/8
পর্দা, বালিশের কভার নতুন হলে ভাল। সে ক্ষেত্রে উজ্জ্বল রঙের উপরেই জোর দিন। ঘরের রং অনুযায়ী পর্দা, বালিশের রঙও বেছে নিতে পারেন(festive look) ।
advertisement
3/8
প্রতিটি ঘরের থিম পরিবর্তনের জন্য ওয়ালপেপার ব্যবহার করতে পারেন(festive home decor) । ডেকরেশনের জন্য বাহারি মোমবাতি, বাহারি আলো ও সঙ্গে ঘরে সুন্দর গন্ধের জন্য ভেষজ তেল রাখতে পারেন এক কোণে। পুজো পুজো আনন্দ পেতে সারাক্ষণ ঘরের মিউজিক সিস্টেমে চলুক মৃদু ঢাকের বাদ্যি। খুব আস্তে।
advertisement
4/8
ঘরে ঢোকার মুখে দরজায় উজ্জ্বল বাহারি আলো রাখতে পারেন। উত্সবকে স্বাগত (festive look)জানাতে দরজার কাছে আলপনা বা রঙ্গোলি থাকলে তো জমে যাবে।
advertisement
5/8
সেন্টার টেবিল থেকে অকাজের জিনিস সরিয়ে ফেলুন (festive home decor)। ছিমছাম থাক। ফুল রাখতে পারেন সেন্টার টেবিলে বা শো পিস।
advertisement
6/8
ব্যালকনিতে নানা রঙের ফুলে সাজান(balcony decor) । ফুল শুধু মন ভালোই করে না, ঘরকেও সুন্দর করে তোলে। দুটি রঙের ফুলে কম্বিনেশন ঠিক করুন। যেমন সাদা ও হলুদ। এ ক্ষেত্রে পেশাদারের সাহায্য নিতে পারেন।
advertisement
7/8
সবুজ সময়ই মন ভালো করে। তাই কিছু বাহারি গাছ ঘরের কোণে রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন, যদি খুব ছোট ফ্ল্যাট হয় (small flat decor), তা হলে ঘিঞ্জি লাগতে পারে। না হলে সেই গাছে লাইট লাগান ।
advertisement
8/8
এ তো গেল ফ্ল্যাটের ব্যাপার৷ পুরনো বাড়ির ক্ষেত্রে পুজো-ফিল (festive look) দিতে গেলে প্রথমেই ঘরগুলি রং করুন৷ কাঠের আসবাবে নতুন পালিশ দিতে পারেন৷ না-হলেও অসুবিধে নেই৷ পুরনো বাড়ির ক্ষেত্রে উজ্জ্বল বাহারি আলো ব্যবহার করুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Festive Decor: হাতে আর মাত্র কয়েক দিন, চটজলদি অল্প উপকরণেই ঘরকে দিন পুজো-ফিল !