Methi to Reduce Weight: মেথিতেই কমবে বাড়তি ওজন, ঝরবে মেদ! শুধু খেতে হবে এভাবে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Methi to Reduce Weight:অন্যান্য গুণ বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম হল মেথিদানা ওজন কমাতে কার্যকর
advertisement
1/8

ভারতীয় মশলার গুণ প্রচুর। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি এর অন্যান্য গুণও অস্বীকার করা যায় না। প্রতিটি মশলার মধ্যে আছে একাধিক প্রাকৃতিক ও ভেষজ গুণ।
advertisement
2/8
সেরকমই অতি পরিচিত ভারতীয় মশলা হল মেথি। অন্যান্য গুণ বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম হল মেথিদানা ওজন কমাতে কার্যকর। জানিয়েছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ সিদ্ধার্থ গুপ্তা।
advertisement
3/8
মেথিতে ফাইবারের অংশ প্রচুর। মেথি খেলে পেট দীর্ঘ ক্ষণ ভর্তি থাকে। ফলে ঘন ঘন খিদে পায় না। অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।
advertisement
4/8
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে মেথিদানা। মধুমেহ রোগীদের ডায়েটে অবশ্যই রাখুন মেথি। ওজন কমানোর পাশাপাশি ব্লাড সুগার রোগীদের জন্যেও অব্যর্থ মেথি।
advertisement
5/8
আয়রন ও অন্যান্য খনিজের ভাণ্ডার হল মেথি। ফলে সার্বিকভাবে শরীর ও স্বাস্থ্য ভাল রাখে।
advertisement
6/8
১ চামচ মেথি রাতভর ভিজিয়ে রাখুন ১ গ্লাস জলে। সকালে খালি পেটে পান করুন ওই জল।
advertisement
7/8
ভেজানো মেথিদানা দিতে পারেন স্যালাডে। পরোটা, গুজরাতি থেপলা বানান মেথি দিয়ে। স্বাদ ও স্বাস্থ্য দু’দিকই উপকৃত হবে।
advertisement
8/8
নিরামিষ তরকারি বা আমিষ চিকেনে ফোড়ন দিন গোটা মেথি। মেথি শাক দিয়ে বানান পরোটা। তবে যে রান্নাই করুন না কেন, তেলমশলা দিন মেপে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Methi to Reduce Weight: মেথিতেই কমবে বাড়তি ওজন, ঝরবে মেদ! শুধু খেতে হবে এভাবে