Hairfall in men: ঘরে ঘরে পুরুষদের টাক পড়ার সমস্যা! ৬টি ঘরোয়া উপায়েই দ্রুত পেতে পারেন সুফল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
৩০ পেরোতেই মাথার সামনে দিকে বা মাঝখানে টাক পড়তে থাকে অনেকেরই। এই সমস্যায় জর্জরিত হয়ে নানা রকমের শ্যাম্পু ব্যবহার করেও কোনও কাজ হয় না।
advertisement
1/7

চুল পড়ার সমস্যায় ভোগেন এমন পুরুষ হাতে গুনে শেষ করা যাবে না। ৩০ পেরোতেই মাথার সামনে দিকে বা মাঝখানে টাক পড়তে থাকে অনেকেরই। এই সমস্যায় জর্জরিত হয়ে নানা রকমের শ্যাম্পু ব্যবহার করেও কোনও কাজ হয় না। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে সুফল মিলতে পারে। জেনে নেওয়া যাক সেগুলি কী।
advertisement
2/7
প্রথম পদ্ধতি- কয়েক চা চামচ গোলমরিচের গুঁড়োর সঙ্গে টকদই ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি মাথার তালু এবং চুলে ভালো করে লাগান। কয়েক মিনিট পর শ্যাম্পু করে ফেলুন।
advertisement
3/7
দ্বিতীয় পদ্ধতি- চুলের জন্য মেহেন্দি বা হেনা পাতা খুবই উপকারী। চুলের রংও সুন্দর করে। সরষের তেলের মধ্যে হেনা পাতা দিয়ে ফুটিয়ে নিন। এবার সেই মিশ্রণ ঠান্ডা হলে চুলের গোড়ায় ও গোটা চুলে মাখুন।
advertisement
4/7
তৃতীয় পদ্ধতি- কোকোনাট মিল্ক, আমলা তেল এবং লেবুর রসের মিশ্রণ মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং ভালোকরে ধুয়ে ফেলুন। শ্যাম্পুও করে নিতে পারেন। এতে চুল পড়া ও খুশকির সমস্যা কমে।
advertisement
5/7
চতুর্থ পদ্ধতি- চুলের জন্য পেঁয়াজের রস খুব কার্যকরী। পেঁয়াজের রস সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগান। সঙ্গে চাইলে একটু মধুও লাগাতে পারেন।
advertisement
6/7
পঞ্চম পদ্ধতি- ময়দার সঙ্গে টকদই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পরে সেই পেস্ট চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে নিন ভালো করে। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
advertisement
7/7
ষষ্ঠ পদ্ধতি- মধুর সঙ্গে অলিভ অয়েল ও দারচিনির পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। সেই পে্স্ট চুলের গোড়ায় লাগিয়ে রেখে ধুয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Hairfall in men: ঘরে ঘরে পুরুষদের টাক পড়ার সমস্যা! ৬টি ঘরোয়া উপায়েই দ্রুত পেতে পারেন সুফল