TRENDING:

Durga Puja 2021 | Chiffon Saree: একরঙা শিফনে হৃদয় কেড়েছেন শ্রীদেবী-রেখারা, পুজোয় এবার এই শাড়িতেই সাজুন...

Last Updated:
এবারের পুজোর ফ্যাশনে ফের ফিরেছে শিফন শাড়ির চাহিদা (Durga Puja 2021 | Chiffon Saree)।
advertisement
1/10
একরঙা শিফনে হৃদয় কেড়েছেন শ্রীদেবী-রেখারা, পুজোয় এবার এই শাড়িতেই সাজুন...
শ্যুটিং স্পট সবুজ ঘাসের গালিচা হোক, কিংবা শীতকাতুরে আল্পসের চূড়া, একাধিকবার একরঙা শিফন শাড়িতেই দিনের পর দিন নজর, হদয় দুই কেড়েছেন বলিউডের নায়িকারা। তাঁদের মধ্যে অন্যতম নাম শ্রীদেবী (Sridevi) ও রেখা (Rekha)।
advertisement
2/10
এবারের পুজোর ফ্যাশনে ফের ফিরেছে শিফন শাড়ির চাহিদা (Durga Puja 2021 | Chiffon Saree)। কলকাতার বিভিন্ন শাড়ির দোকানে একরঙা শিফনের চাহিদা এখন তুঙ্গে। স্মার্ট, অথচ সাজের ক্ষেত্রে কোনও অংশে কম না এই হাল্কা শাড়ি (Durga Puja 2021 | Chiffon Saree)। বাড়তি পাওনা খুবই অল্প সময়ে পরে ফেলা যায় এই শাড়ি (Durga Puja 2021 | Chiffon Saree)।
advertisement
3/10
বলিউডের জনপ্রিয় পরিচালক যশ চোপড়া তাঁর ছবির নায়িকাদের একটা অন্য সংজ্ঞা তৈরি করেছিলেন দর্শকমনে। সুন্দরী তো বটেই, তার সঙ্গে সেই নায়িকার থাকত একটা এক্স ফ্যাক্টর। আর এই এক্স ফ্যাক্টর তৈরি করার ক্ষেত্রে অবশ্যই যশ চোপড়া নজর দিতেন নািয়কার পোশাকে।
advertisement
4/10
চাঁদনী, সিলসিলার মতো ছবিতে শ্রীদেবী ও রেখাকে যশ চোপড়া শুধুই একরঙের শিফন শাড়িতে সাজিয়েছেন। অন্য কোনও ফ্যাশনদুরস্ত পোশাক বা অন্য ধরনের শাড়িতে তাঁদের খুব একটা দেখা যায়নি। আর সেই সাজের শ্রীদেবী ও রেখা কিন্তু ফ্যাশনের দুনিয়ায় আজও সমান হিট।
advertisement
5/10
বলিউডে রোম্যান্সের সঙ্গে নায়িকার পোশাকের যেন মেলবন্ধন গড়ে তুলেছিল এই শিফন শাড়ি। এখনও বিভিন্ন সময় নায়িকাদের দেখা যায় শ্রীদেবী ও রেখার সেই পুরনো সাজে ফিরে যেতে। অনেক বার অনুষ্কা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়াকে শিফন শাড়িতে দেখা গিয়েছে।
advertisement
6/10
করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে অনুষ্কাকে একটি দৃশ্যে আগেকার নায়িকাদের মতো সাজাতে পাহাড়ের ঠান্ডা এলাকায় শিফন শাড়িতে সাজিয়েছিলেন পরিচালক। ছবির দৃশ্যেও সে কথা বলা হয়েছিল।
advertisement
7/10
অনুষ্কার নিজের ওয়ার্ডড্রোবেও রয়েছে শিফনের কালেকশন। মাঝে মাঝেই শিফন শাড়ি পরে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
advertisement
8/10
যশ চোপড়া তাঁর শেষ ছবি 'জব তক হ্যায় জান' ছবিতেও ক্যাটরিনা কাইফকে শিফন শাড়িতে সাজিয়েছিলেন। যদিও অনুষ্কার সেই ছবিতে শিফন পরার ভাগ্য হয়নি।
advertisement
9/10
অনুষ্কার পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়াও মােঝ মধ্যেই শাড়ি পরেন। এবং বেশিরভাগ সময়ই তাঁকে পরীক্ষা-নিরীক্ষামূলক ভাবে পুরনো ও নতুন জমানার শিফন শাড়িতে দেখা গিয়েছে।
advertisement
10/10
এবারের পুজোয় যাঁরা প্রথমবার শাড়ি পরবেন, তাঁরাও কিন্তু অনায়াসে এই ধরনের শিফন শাড়ি পরে দেখতে পারেন। খুব সহজে পরা এবং সামলানো যায় শিফন। তারই সঙ্গে মনের মতো সেজে একেবারে তাক লাগাতে পারেন শ্রীদেবী-রেখাদের মতো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Durga Puja 2021 | Chiffon Saree: একরঙা শিফনে হৃদয় কেড়েছেন শ্রীদেবী-রেখারা, পুজোয় এবার এই শাড়িতেই সাজুন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল