TRENDING:

Monsoon Tips: বর্ষায় ভেজা জামাকাপড় শুকিয়ে নিন এই সহজ টিপসে, দূর করুন স্যাঁতস্যাঁতে গন্ধও

Last Updated:
Monsoon Tips: যাও বা কষ্ট করে শুকিয়ে নেওয়া হল, স্যাঁতস্যাঁতে গন্ধ যেন যেতেই চায় না জামাকাপড় ছেড়ে। সমস্যা থেকে রেহাই পেতে জেনে রাখুন কিছু টিপস।
advertisement
1/12
বর্ষায় ভেজা জামাকাপড় শুকিয়ে নিন এই সহজ টিপসে, দূর করুন স্যাঁতস্যাঁতে গন্ধও
বর্ষাকালে ভেজা জামাকাপড় শুকিয়ে নেওয়া যে কোনও গৃহিণীর কাছেই চ্যালেঞ্জ। যাও বা কষ্ট করে শুকিয়ে নেওয়া হল, স্যাঁতস্যাঁতে গন্ধ যেন যেতেই চায় না জামাকাপড় ছেড়ে। সমস্যা থেকে রেহাই পেতে জেনে রাখুন কিছু টিপস।
advertisement
2/12
পাখার নীচে জামাকাপড় মেলুন। শোওয়ার ঘরে ভিজে জামাকাপড় রাখবেন না। বাড়ির অন্য ঘরে শুকোতে দিন ভিজে জামাকাপড়। এমন ঘরে জামাকাপড় শোকাতে দিন, যেখানে আলোবাতাস খেলে ভাল মতো।
advertisement
3/12
শুকনো জামাকাপড় ভাঁজ করে রাখার সময় জামাকাপড়ের মাঝে ছড়িয়ে দিন কালোজিরে। আলমারির তাকে আলাদা করে রাখুন ন্যাপথলিন।
advertisement
4/12
কাপড় হাল্কা স্যাঁতস্যাঁতে থাকলে ইস্ত্রি করে নিন। এতে জামাকাপড় শুকিয়ে যাবে দ্রুত। জীবাণুনাশও হবে। তবে সে ক্ষেত্রে ইস্ত্রির তাপমাত্রা বেশি বাড়াবেন না ৷ এক বার গরম হয়ে যাওয়ার পর প্লাগ ইনের সুইচ অফ করে তার পর ভিজে জামাকাপড় আয়রনিং করবেন ৷
advertisement
5/12
বৃষ্টিভেজা জামাকাপড় বেশি ক্ষণ ফেলে রাখবেন না। কাচার সময় সাবানের সঙ্গে মিশিয়ে নিন লেবুর রস। এতে জামাকাপড় পরিষ্কার হবে। চলে যাবে দুর্গন্ধও।
advertisement
6/12
পোশাকের যে অংশে কাদার ছিটে লেগেছে সেখানে আগে সাবান লাগিয়ে হাল্কা ব্রাশ লাগিয়ে দাগ তুলে নিন।
advertisement
7/12
ভিজে জামাকাপড় বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। কাচা হয়ে গেলে দ্রুত সেগুলি মেলে দেওয়ার ব্যবস্থা করুন। এতে জামাকাপড় পরিষ্কার থাকবে। শুকিয়েও যাবে দ্রুত।
advertisement
8/12
বর্ষাকালে বা বর্ষণমুখর দিনে চেষ্টা করুন জামাকাপড় ওয়াশিং মেশিনে কাচতে ৷ তা হলে বেশিরভাগ জলীয় অংশ শুকিয়ে যাবে যন্ত্রেই ৷ দরকার হলে ড্রাইং অপশন এক বারের জায়গায় দু’ বার নিন ৷ মোট কথা, জল বেশি করে ঝরিয়ে ফেলতে হবে ৷
advertisement
9/12
যদি জামাকাপড় সাবানজলে ভিজিয়ে ফেলার পর বৃষ্টি শুরু হয়, তবে আলাদা কথা ৷ নয়তো বর্ষাকালে সব জামাকাপড় একসঙ্গে কাচবেন না ৷ ঠিক করুন কোনটা আপনার সবথেকে বেশি দরকার ৷ কাচতে দেওয়া জামাকাপড় জমিয়ে রাখার জন্য বাড়িতে উপযুক্ত জায়গা রাখুন ৷
advertisement
10/12
বাড়িতে সদ্যোজাত বাচ্চা থাকলে কাচতে দেওয়ার জামাকাপড় বেশি হয় ৷ তখন অনেকেই ক্লোদিং স্ট্যান্ড (Clothing Stand) ব্যবহার করেন ৷ একসঙ্গে অনেক জামাকাপড় শুকিয়ে নেওয়া যায় ৷ বাচ্চা বড় হয়ে গেলে এই ক্লোদিং স্ট্যান্ড পড়ে থাকে ৷ সেটি কাজে লাগান বর্ষাকালে ৷ ফ্ল্যাটবাড়িতে অবশ্য অনেক পরিবারেই এই স্ট্যান্ড নিত্যসঙ্গী ৷
advertisement
11/12
আপনাকে বাইরে কোথাও যেতেই হবে ৷ অথচ প্রয়োজনীয় জামাকাপড় ভিজে ৷ সমাধানের শেষ উপায় হল হেয়ার ড্রায়ার ৷ তবে মনে রাখবেন, স্কার্ফ, ওড়নার মতো জিনিস এই পদ্ধতিতে শুকিয়ে নেওয়া যায় ৷ কিন্তু বড় বা ভারী কাপড় শোকানো খুবই কষ্টসাধ্য৷
advertisement
12/12
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Monsoon Tips: বর্ষায় ভেজা জামাকাপড় শুকিয়ে নিন এই সহজ টিপসে, দূর করুন স্যাঁতস্যাঁতে গন্ধও
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল